TRENDING:

Google Pixel 7 এবং Pixel 7 Pro প্রি-অর্ডার শুরু ৬ অক্টোবর থেকে, দাম কত হবে জেনে নিন

Last Updated:

পিক্সেল ৭ সিরিজে থাকছে গুগলের সেকেন্ড জেনারেশনের টেনসর সিস্টেম-অন-চিপ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Google Pixel 7 এবং Pixel 7 Pro Pre-Order: যে সব গ্রাহক Google Pixel 7 এবং Pixel 7 Pro স্মার্টফোন নিতে চান তাঁদের জন্য সুখবর। এবছরই ভারতে লঞ্চ করছে পিক্সেল ৭ সিরিজ। এই খবর নিশ্চিত করেছে গুগল। ঘোষণা করা হয়েছে প্রি অর্ডারের তারিখও। জানা গিয়েছে, ৬ অক্টোবর থেকে পিক্সেল ৭ সিরিজের স্মার্টফোনের প্রি-অর্ডার নেওয়া শুরু হবে।
advertisement

এ বছরের শুরুর দিকেই পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো স্মার্টফোন ভারতে আনার ঘোষণা করে গুগল আই/ও। সেই প্রতীক্ষার অবসান। ৬ অক্টোবরের লঞ্চ ইভেন্ট শুরু হতে আর মাত্র ২ দিন।

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

advertisement

তবে ঠিক কবে পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো স্মার্টফোন ভারতে বাজারে লঞ্চ করবে, তার নির্দিষ্ট তারিখ এখনও জানায়নি গুগল ইন্ডিয়া। তবে মনে করা হচ্ছে, ৬ অক্টোবর গুগলের উদ্বোধনী অনুষ্ঠানে বাকি বিশ্বের সঙ্গে ভারতেও লঞ্চ হবে পিক্সেল ৭।

বিভিন্ন স্মার্টফোন কোম্পানি আগে বিশ্ববাজারে লঞ্চ করে। তারপর ভারতে আসে। তবে সৌভাগ্যক্রমে পিক্সেলের ক্ষেত্রে সেটা হচ্ছে না। গুগল জানিয়েছে, ভারতে ৬ অক্টোবর থেকে দুটি হ্যান্ডসেটের জন্য প্রি-অর্ডার শুরু হবে। এদিনই ৭ এবং পিক্সেল ৭ প্রো স্মার্টফোন লঞ্চের ইভেন্ট।

advertisement

গুগল পিক্সেল ৬ ৫৯৯ ডলার এবং পিক্সেল ৬ প্রো ৮৯৯ ডলারে লঞ্চ করেছিল। সেই সময় আইফোন ১৩ এবং ১৩ প্রো-এর দাম কমিয়ে দিয়েছিল অ্যাপল।

আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

আনুষ্ঠানিকভাবে পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো স্মার্টফোনের দাম ঘোষণা হয়নি। তবে যতদূর জানা যাচ্ছে, পিক্সেল ৭-এর দাম হবে ৫৯৯ ডলার (আনুমানিক ৪৮,০০০ টাকা)। সেখানে পিক্সেল ৭ প্রো-র দাম হতে পারে ৮৯৯ ডলার (আনুমানিক ৭২,০০০ টাকা)। এটা বিশ্ববাজারের দাম। কিন্তু ভারতে পিক্সেল ৭ সিরিজের স্মার্ট ফোন ৫২,০০০ টাকা থেকে শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে, তাও ছাড়ের পর। তাই পিক্সেল ৭-এর শুরুর দাম ৫৫,০০০ টাকা এবং পিক্সেল ৭ প্রো-র দাম ৭৫,০০০ টাকার বেশি হবে বলেই মনে করছেন অনেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পিক্সেল ৭ সিরিজে থাকছে গুগলের সেকেন্ড জেনারেশনের টেনসর সিস্টেম-অন-চিপ। ৪ এনএম প্রসেসের উপর ভিত্তি করে বানানো হয়েছে এই সিরিজ। থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। পিক্সেল ৭ প্রো স্মার্টফোনে আল্ট্রাওয়াইড এবং একটি টেলিফটো লেন্স সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে বলে জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Pixel 7 এবং Pixel 7 Pro প্রি-অর্ডার শুরু ৬ অক্টোবর থেকে, দাম কত হবে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল