Realme C30s:
সম্প্রতি এই ফোন লঞ্চ করা হয়েছে। রিয়েলমি-র এই স্মার্টফোন সকলের বাজেটের মধ্যে হলেও তা খুবই আধুনিক ডিজাইনের। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যেখানে মিলবে ১০ডব্লিউ চার্জিং স্পিড। এর পাশাপাশি এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক এসসি৯৮৬৩এএসওসি। রিয়েলমির এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ৮.৫ এমএম-এর আল্ট্রা স্লিম মাইক্রো টেক্সচার অ্যান্টি স্লিপ ডিজাইনের সুবিধা। রিয়েলমি সি৩০এস স্মার্টফোনের ওজন ১৮৬ গ্রাম। আর রয়েছে দুটি রঙের ভ্যারিয়েন্টও। যার মধ্যে একটি হল স্ট্রাইপ ব্লু এবং আর অন্যটি হল স্ট্রাইপ ব্ল্যাক। এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা। রিয়েলমি সি৩০এস স্মার্টফোনের ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
Poco C3:
পোকো সি৩ স্মার্টফোনে রয়েছে ইউনিবডি ডিজাইন, যা দুটি টোন গ্র্যাডিয়েন্ট ডিজাইনের অনুরূপ। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। পোকো-র এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। আর তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে পোকো সি৩ স্মার্টফোনটি। সেগুলি হল - ম্যাট ব্ল্যাক, আর্টিক ব্লু এবং লাইমগ্রিন। এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৯৯৯৯ টাকা। আর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১০৯৯৯ টাকা।
Redmi 9 Activ:
এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্টি স্লিপ গ্রিল ডিজাইন। এ-ছাড়াও জলের থেকে রক্ষা পাওয়ার জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে স্প্ল্যাশপ্রুফ ডিজাইন। রেডমির এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট এবং হাইপার ইঞ্জিন গেম টেকনোলজি। এই ফোন পাওয়া যাচ্ছে তিনটি কালার অপশনে। সেগুলি হল - মেটালিক পার্পল, কার্বন ব্ল্যাক এবং কোরাল গ্রিন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনেট স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। রেডমি ৯ অ্যাক্টিভ স্মার্টফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেলের দাম ১০৪৯৯ টাকা।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
Moto G31:
এই বাজেট স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে বেশ চটকদার ডিজাইন। মোটো-র ফোনে রয়েছে রাউন্ডেড কেসিং এবং ট্রিপল ক্যামেরা সেট-আপ। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৪ ইঞ্চির ম্যাক্স ভিশন ডিসপ্লে এবং টিয়ার ড্রপ ক্যামেরা। এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর পাশাপাশি রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম ১০৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম ১১৯৯৯ টাকা।
Xiaomi Redmi 10 Prime:
এই ফোনে ব্যবহার করা হয়েছে স্লিক এবং গ্লসি ডিজাইন। রয়েছে কোয়াড-ক্যামেরা সেট-আপ। তা-ছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ৯০ জেড অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপ এবং মিডিয়াটেক হাইপার ইঞ্জিন ২.০ এর গেম টার্বো মোড। শাওমির এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ডব্লিউ ফাস্ট চার্জ যুক্ত। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩৪৯৯ টাকা।