অ্যাপল বিটা সফটওয়্যার প্রোগ্রাম (Apple Beta Software Programme) সাইটে গিয়ে ইউজাররা সেটি করতে পারবেন। একবার নিজেদের আইফোন অথবা আইপ্যাড রেজিস্টার হয়ে গেলে ইউজাররা নিজে থেকেই নতুন এই বিটা ভার্সন সফটওয়্যারের আপডেট পেয়ে যাবেন। এক্ষেত্রে নিজেদের ফোনে পর্যাপ্ত জায়গা এবং ডেটা রাখতে হবে।
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
advertisement
কিউপারটিনো (Cupertino) অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে (Apple Worldwide Developers Conference) আইওএস ১৬, আইপ্যাডওএস ১৬, ম্যাক ওএস ভেঞ্চুরা এবং ওয়াচওএস ৯-এর ঘোষণা করেছে। এর মাধ্যমে আইফোনের ইউজাররা তাঁদের ফোনে পাবলিক বিটা সফটওয়্যার ব্যবহার করার আগে আগের ভার্সন ব্যবহার করতে পারবেন। অ্যাপলের নতুন এই আইওএস ১৬ এবং আইপ্যাডওএস ১৬ ভার্সন চালু হবে iPhone 14 সিরিজ লঞ্চ করার পরে। এর পর আইফোন, আইপ্যাড এবং ম্যাক বুকে ব্যবহার করা যাবে নতুন এই ভার্সন। নতুন এই ভার্সনের কথা জানানো হয়েছে সোমবার।
আইওএস ১৬ এবং আইপ্যাডওএস ১৬-এ নতুন কী কী থাকতে চলেছে -
নতুন এই ভার্সনে ইউজাররা কাস্টমাইজ লক স্ক্রিন ব্যবহার করতে পারবে। একই সঙ্গে মিনি ইউজেট দেখা যাবে ফোনের স্ক্রিনে। এছাড়াও বিভিন্ন ধরনের এডিট ফিচার ব্যবহার করতে পারবে ইউজাররা।
আইওএস ১৬ ব্যবহার করা যাবে কোন কোন ফোনে -
২০১৭ সালের সমস্ত iPhone 8-এ ব্যবহার করা যাবে এটি। এছাড়াও নিম্নলিখিত আইফোনে ব্যবহার করা যাবে এই ফোন।
- - iPhone 8 and 8 Plus
- - iPhone X
- - iPhone SE (2020)
- - iPhone XS and XS Max
- - iPhone XR
- - iPhone 11, 11 Pro, and 11 Pro Max
- - iPhone 12 mini, iPhone 12, 12 Pro, and 12 Pro Max
- - iPhone 13 mini, iPhone 13, 13 Pro, and 13 Pro Max
- - iPhone 14 series (লঞ্চ হতে চলেছে)
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
আইওএস ১৬ ব্যবহার করা যাবে কোন কোন আইপ্যাডে -
- - iPad mini 5 (২০১৯), iPad mini 6 (২০২১)
- - iPad 9.7 (২০১৭), iPad 9.7 (২০১৮), iPad 10.2 (২০১৯), iPad 10.2 (২০২০), iPad 10.2 (২০২১)
- - iPad Pro-র সব মডেল।
- - iPad Air (২০১৯), iPad Air (২০২০), iPad Air (২০২২)