নতুন এই ফিচার চালু করা হয়েছে একটি ফেসড ম্যানারে। অ্যান্ড্রয়েড (Android) ইউজাররা তাদের ফোন আপডেট করলেই ব্যবহার করতে পারবে নতুন এই ফিচার। গুগল অনেকদিন ধরেই কাজ করে চলেছে ইউজারদের সুরক্ষার জন্য। গুগলের দাবি, এতে অনেক বেশি সুরক্ষিত থাকবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। কারণ, অনেক ইউজার চান তাঁদের ফোনে তাঁরা কী সার্চ করেছেন তা যেন অন্য কেউ না জানতে পারেন। নতুন এই ফিচারের মাধ্যমে এখন থেকে নিজেদের ফোনের সার্চ হিস্ট্রি (web search history) ডিলিট করে দেওয়া যাবে।
advertisement
আরও পড়ুন - আধার কার্ডের সাহায্যে মিলবে অনলাইন ই-প্যান কার্ড, জেনে নিন উপায়
বর্তমানে আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) দুটি ডিভাইসেই চালু রয়েছে নতুন এই ফিচার। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কয়েক জনের জন্য এই ফিচার চালু করা হয়েছে। তাঁরা নিজেদের ফোন আপডেট করলেই নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন। কিন্তু গুগলের তরফে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি সকল অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই চালু করা হবে নতুন এই ফিচার। এর ফলে সুবিধা হবে ইউজারদের।
নতুন এই ফিচার নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে চালু করতে গেলে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। এক নজরে দেখে নিন সেই স্টেপ-
স্টেপ ১ - প্রথমেই যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের গুগল অ্যাপে
স্টেপ ২ - এরপর অ্যাকাউন্ট প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। এটি রয়েছে উপরের দিকে ডানদিকের কোণে।
স্টেপ ৩ - এরপর ডিলিট অপশনে ক্লিক করতে হবে ১৫ মিনিটের সার্চ হিস্ট্রিতে।