TRENDING:

Scan Text shortcut in Apple iPhone: অ্যাপলের নতুন আপডেটে পাওয়া যাবে স্ক্যান টেক্সট ফিচার, সঙ্গে আর কী কী? দেখে নিন একনজরে

Last Updated:

How to use Scan Text shortcut feature: এই ফিচার ব্যবহার করে আইফোনের ক্যামেরা দিয়ে তোলা যাবে যে কোনও ধরনের লেখার ছবি। এরপর সেটি স্ক্যান হয়ে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Scan Text shortcut in Apple iPhone: কিছুদিন আগেই অ্যাপেলের (Apple) তরফে লঞ্চ করা হয়েছে আইওএস ১৫.৪ (iOS 15.4) আপডেট। এর ফলে আইফোনে (iPhone) ব্যবহার করা যাচ্ছে একাধিক নতুন ফিচার। যাঁরা এই নতুন আপডেট করেছেন তাঁরা ব্যবহার করতে পারছেন ফেস আইডি উইথ মাস্ক, নিউ ইমোজি, নিউ সিরি ভয়েস, স্ক্যান টেক্সট  (Scan Text) ইত্যাদি। নতুন এই স্ক্যান টেক্সট শর্টকাট (Scan Text shortcut) ব্যবহার করা যাবে আইফোনের (iPhone) ক্যামেরার ক্ষেত্রে। আইফোনের ক্যামেরার মাধ্যমে নতুন এই স্ক্যান টেক্সট ব্যবহার করে যে কোনও ধরনের লেখা স্ক্যান করা যাবে। আইওএস ১৫.৪ আপডেট করলেই আইফোনের ইউজাররা ব্যবহার করতে পারবে নতুন এই স্ক্যান টেক্সট ফিচার।
advertisement

আইফোনের নতুন এই ফিচার স্ক্যান টেক্সটের (Scan Text shortcut in Apple iPhone) মাধ্যমে ইউজাররা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। এই ফিচার ব্যবহার করে আইফোনের ক্যামেরা দিয়ে তোলা যাবে যে কোনও ধরনের লেখার ছবি। এরপর সেটি স্ক্যান হয়ে যাবে। এর ফলে আর স্ক্যান করতে হবে না। একবার ক্যামেরা দিয়ে সেই ছবি তুলে নিলেই তা স্ক্যান হয়ে যাবে। এরপর সেই স্ক্যান করা ডকুমেন্ট বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এ ছাড়াও এর মাধ্যমে বিভিন্ন ধরনের ম্যাপ স্ক্যান করে সেই ঠিকানা সম্পর্কে বিশদে জানা যাবে। ভাষা পরিবর্তন করা যাবে স্ক্যান করা টেক্সটের।

advertisement

আরও পড়ুন - এক নজরে দেখে নিন WhatsApp এর ফন্ট সাইজ পরিবর্তন করার উপায়

আরও পড়ুন - খুব শীঘ্রই আসছে UPI Lite, এবার অফলাইনে করা যাবে লেনদেন

আইফোনের আইওএস ১৫.৪  (iOS 15.4) আপডেট করার পরেই ব্যবহার করা যাবে নতুন এই ফিচার। কিন্তু আইফোনের অনেক ইউজার জানিয়েছে আইওএস ১৫.৪ আপডেট (iOS 15.4 Update) করার পরেই তাদের ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে। এ ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে ফোনে। আইফোন আইওএস ১৫.৪ এর সঙ্গে সঙ্গে লঞ্চ করেছে একাধিক নতুন ভার্সন। আইপ্যাডের (iPad) জন্য ওএস ১৫.৪ (OS 15.4), তাদের ওয়াচের জন্য ওএস ৮.৫ (OS 8.5), ম্যাকওএস মন্টেরি ১২.৩ (macOS Monterey 12.3), টিভিওএস ১৫.৪ (tvOS 15.4) এবং হোমপড সফটওয়্যার ১৫.৪ (HomePod Software 15.4)।

advertisement

এক নজরে দেখে নিন নতুন ফিচার ব্যবহার করার উপায় (How to use Scan Text shortcut feature)-

- প্রথমেই নিজেদের আইফোনে ওপেন করতে হবে নোটস অ্যাপ।

- এরপর ক্রিয়েট করতে হবে নতুন নোট।

- এরপর নোটের বটম বারে থাকা ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে।

- এরপর স্ক্যান টেক্সট অপশন সিলেক্ট করতে হবে।

advertisement

- এরপর নিজেদের পছন্দ অনুযায়ী টেক্সট স্ক্যান করতে হবে।

- এরপর প্রেস করতে হবে ইনসার্ট অপশন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Scan Text shortcut in Apple iPhone: অ্যাপলের নতুন আপডেটে পাওয়া যাবে স্ক্যান টেক্সট ফিচার, সঙ্গে আর কী কী? দেখে নিন একনজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল