অনুষ্ঠানে সত্য নাডেলা আরও বলেছেন যে, 'আমি নিজে গত কয়েকমাস ধরে এই প্রোজেক্টে কাজ করছি। আগামী জেনারেশনের উইন্ডোজ নিয়ে আমি সত্যিই উৎসাহী। আর আমরা ডেভেলপাররা প্রতিশ্রুতি দিচ্ছি যে নতুন আপদেট উইন্ডোজ ডেভেলপারদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করে দেবে। এছাড়াও আমরা ওই ক্রিয়েটরদের স্বাগত জানাব যারা ইনভেটিভ।'
উল্লেখযোগ্য, গত বেশ কয়েক মাস ধরে মাইক্রোসফ্ট তার অ্যাপ স্টোরটি আপডেট করার উপরে কাজ করছে। আর একই মাইক্রোসফট বেসিক অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসও বড়সড় পরিবর্তন আনতে চলেছে। এবার থার্ড পার্টি কমার্স প্লাটফর্মস অ্যাপে নিয়ে আসতে পারে মাইক্রোসফট। মাইক্রোসফট অ্যাপ ষ্টোরে থার্ড পার্টি ডেভেলপাররাও নিজেদের অ্যাপ তৈরি করে এতে লিস্ট করতে পারবে। উইন্ডোজ স্টোরে গুগল ক্রোমের মতো অ্যাপও সাবমিট করতে পারবেন ইউজার। এগুলি ছাড়াও ব্যবহারকারীরা নতুন অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ৯৫-এর আইকনটি ফিরে পেতে পারেন। তিনি বলেন, 'আমরা নেক্সট জেনারেশন অফ উইন্ডোজ-এ আরও আকর্ষনীয় কিছু নিয়ে আসছি।'
advertisement
২০১৫ সালে মাইক্রোসফট লঞ্চ করেছিল জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। এই অপারেটিং সিস্টেমে স্টার্ট মেনু ফুলস্ক্রিন মোডেও চলতে পারে। এছাড়াও এই অপারেটিং সিস্টেমে মাইক্রোসফ্ট অ্যাকশন সেন্টার, ইনস্টলড অ্যাপস নোটিফিকেশন এবং একই সঙ্গে, সুরক্ষার সঙ্গে জড়িত অনেককিছু যোগ করেছে। এই অপারেটিং সিস্টেমটি স্প্লিট মোডে চলে, যায় ফলে এটি ডিভাইস অনুযায়ী ট্যাবলেট বা পিসি মোডে স্যুইচ করতে পারে।
বিশ্বের সফটওয়্যার অপারেটিং মার্কেটে এখনও দাপিয়ে বেড়াচ্ছে উইন্ডোজ। অ্যাপলের সিকিউরিটি ভালো হলেও এখনও জনপ্রিয়তায় অনেক এগিয়ে উইন্ডোজ।