সেক্ষেত্রে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ফিচার যেমন, অ্যাকাউন্টকে প্রাইভেট করার ক্ষমতা, কে বা কারা প্রোফাইল, পোস্ট ইত্যাদি দেখতে পারেন তা নির্ধারণ করা, নির্বাচিত বন্ধুদের সঙ্গে পোস্ট শেয়ার করার মতো অপশন রয়েছে এই প্লাটফর্মে। কিন্তু, এই সমস্ত ফিচারের বাইরে, একটি ফিচার রয়েছে যা আরও ভাল সুরক্ষা দিতে পারে অ্যাকাউন্টকে। প্রায় সমস্ত ব্যবহারকারীরই উচিত Instagram-এ এই ফিচারটি চালু করা রাখা। এই ফিচারে ডাইরেক্ট মেসেজ-এ এন্ড টু এন্ড এনক্রিপশন করতে দেওয়া হয়৷ তার ফলে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি একবারে সুরক্ষিত থাকতে পারে।
advertisement
আরও পড়ুন: ফোল্ড ফোন কেনার আগে অপেক্ষা করুন! Oppo-র এই ফোন মাথা ঘুরিয়ে দেবে! দামেও সস্তা!
কী ভাবে করে নেওয়া যাবে Instagram-এর ডাইরেক্ট মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপশন! কয়েকটি ধাপে দেখে নেওয়া যাক পদ্ধতি—যাঁদের Instagram অ্যাকাউন্টটি Instagram অ্যাপ থেকে ব্যবহার করা হয়, তাঁরা খুব সহজে এই কাজটি সেরে ফেলতে পারবেন।
ধাপ ১
Instagram অ্যাপ-এ যেতে হবে। মনে রাখতে হবে সংশ্লিষ্ট অ্যাপ স্টোর থেকে Instagram-এর লেটেস্ট ভার্সন যেন ইনস্টল করা থাকে।
ধাপ ২
DM বা ডাইরেক্ট মেসেজ খুলতে অ্যাপের ডাইরেক্ট মেসেজ বোতামে ট্যাপ করতে হবে।
ধাপ ৩
যেকোনও একটি চ্যাট খুলে ফেলতে হবে, তারপরে সেই চ্যাটের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ‘এনাবেল’ করতে স্ক্রিনের উপরের টগলটিতে আলতো চাপ দিতে হবে।
ধাপ ৪
সমস্ত চ্যাটের ক্ষেত্রে এই ফিচার লাগু করতে DM স্ক্রিনে টগল-এ আলতো চাপ দিতে হবে।