Meta India-র তরফে ডিরেক্টর ও পার্টনারশিপ হেড মনীষ চোপড়া (Manish Chopra) এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মেটাভার্স (metaverse) আসলে বৈচিত্রময় বাস্তব বিশ্বের প্রতিনিধিত্ব করছে। আর অবতার হল এমন একটি বিষয় যার সাহায্যে মানুষ তার সত্তাকে এক অনন্য উপায়ে ব্যক্ত করতে পারে।’ তিনি জানান, যখন কেউ তাঁর নিজের অবতার তৈরি করেন, তখন তিনি প্রায় তাঁর মতো মুখের বা শরীরের গড়ন, পরিচ্ছদ-সহ নানা কিছু ভার্চুয়াল সত্তায় আরোপ করতে পারেন। নতুন আপডেটে ককলিয়ার ইমপ্ল্যান্ট (Cochlear implants) এবং শ্রবণ যন্ত্র (over-the-ear hearing aids) মতো গ্যাজেটও আসছে বলে জানা গিয়েছে। আর সে সব পাওয়া যাবে নানা রঙে। থাকবে হুইলচেয়ার (wheelchair)ও। তবে এটি Facebook, Messenger chats এবং Instagram মেসেজে পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন: কালী মন্দিরের তালা ভেঙে বহুমূল্য গয়না চুরি! তারপর যা হল...
সংস্থার তরফে দাবি করা হয়েছে, তারা অবতারের চেহারা, সাব টাইটেল দেওয়ার জায়গা প্রভৃতিতে বদল আনছেন। বেশ কিছু মুখাবয়ব এবং ত্বকের রঙেও পরিবর্তন করা হচ্ছে, যাতে তা আরও বাস্তবিক বলে মনে হয়। এই পরিবর্তন আগামীতেও চলবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। তবে সেই পরিবর্তন করা হবে গ্রাহকের চাহিদা মেনেই। ব্যবহারকারীদের feedback –এর উপর ভিত্তি করেই নির্দিষ্ট বদল আনা হবে।