TRENDING:

নজরকাড়া ফিচারের সঙ্গে লঞ্চ হল সেরা গেমিং ফোন Asus ROG Phone 5, জেনে নিন দাম

Last Updated:

মোট তিনটি অর্থাৎ ROG Phone 5, ROG Phone 5 Pro ও ROG Phone 5 Ultimate মডেলে পাওয়া যাবে এই স্মার্টফোন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Asus ROG Phone 5: প্রো ও আল্টিমেট ভ্যারিয়েন্টে দেশের বাজারে এসে গেল Asus ROG Phone 5। এক্ষেত্রে মোট তিনটি অর্থাৎ ROG Phone 5, ROG Phone 5 Pro ও ROG Phone 5 Ultimate মডেলে পাওয়া যাবে এই স্মার্টফোন। সেই অনুযায়ী, রেগুলার ROG Phone 5-এ RAM-এর পরিমাণ ৮ GB ও ১২ GB। ROG Phone 5 Pro ফোনে ব়্যামের পরিমাণ ১৬ GB। অন্য দিকে, ROG Phone 5 Ultimate-এ থাকছে ১৮ GB পর্যন্ত RAM। এবার ফোনগুলির দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক!
advertisement

Asus ROG Phone 5-এর দাম

প্রথমেই স্টোরেজ অপশন অনুযায়ী ফোনের দামগুলি দেখে নেওয়া যাক। এক্ষেত্রে ৮ GB + ১২৮ GB স্টোরেজ অপশনে Asus ROG Phone 5-এর দাম হবে ৪৯,৯৯৯ টাকা। ১২ GB + ২৫৬ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম ৫৭,৯৯৯ টাকা। অন্য দিকে, ১৬ GB + ৫১২ GB স্টোরেজ অপশনে ফোনটির দাম ৬৯,৯৯৯ টাকা। এগুলির পাশাপাশি ১৮ GB + ৫১২ GB স্টোরেজ অপশনে Asus ROG Phone 5 Ultimate ভার্সনের দাম হবে ৭৯,৯৯৯ টাকা। মূলত ফ্যান্টম ব্ল্যাক ও স্টর্ম হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে এই ফোন।

advertisement

Asus ROG Phone 5-এর ফিচার

অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে চলে এই ফোন। ফোনে রয়েছে অক্টো-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন (octa-core Qualcomm Snapdragon 888 SoC) প্রসেসর। স্মার্টফোনটির ডিসপ্লে ৬.৮৭ ইঞ্চি। ফুল HD + AMOLED ডিসপ্লের রেজোলিউশন ১০৮০ X ২,৪৪৮ পিক্সেলস। এর পাশাপাশি ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০.৪: ৯ ও রিফ্রেশ রেট ১৪৪ Hz। গত বছরের ROG Phone 3-এর মতো এই ফোনটিতেও এয়ার ট্রিগার ৫, ডুয়াল ফ্রন্ট ফায়ারিং স্পিকার, মাল্টি অ্যান্টেনা Wi-Fi, কোয়াড মাইক নয়েজ-ক্যানসেলিং-সহ একাধিক ফিচার রয়েছে। ফোনে অনবোর্ড স্টোরেজের পরিমাণ ৫১২ GB পর্যন্ত।

advertisement

এর ক্যামেরা পারফরম্যান্সও বেশ ভালো। এক্ষেত্রে Asus ROG Phone 5-এ থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট-আপ। ফোনের পিছনের দিকে থাকছে ৬৪ মেগা পিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগা পিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ৫ মেগা পিক্সেল ম্যাক্রো শ্যুটার। সামনের দিকে থাকছে ২৪ মেগা পিক্সেল ক্যামেরা।

ফোনের ব্যাটারি ব্যাক-আপ নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই।। কারণ নতুন Asus ROG Phone 5-এ থাকছে ডুয়াল সেল যুক্ত ৬,০০০ mAh ব্যাটারি। যা ৬৫ W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের আয়তন ১৭২.৮ x ৭৭.২ x ১০.২৯ mm। ওজন প্রায় ২৩৮ গ্রামের কাছাকাছি। ফোনটির কানেক্টিভিটি অপশনও যথাযথ। এক্ষেত্রে Asus ROG Phone 5-এ থাকছে 5G, 4G LTE, Wi-Fi 6 কানেকশন ও ব্লু টুথ 5.0 ভার্সন। রয়েছে USB Type-C পোর্ট ও ৩.৫ mm হেডফোন জ্যাক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শীঘ্রই দেশের বাজারে পাওয়া যাবে এই ফোন। তবে তারিখ নিয়ে প্রস্তুতকারী সংস্থার তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
নজরকাড়া ফিচারের সঙ্গে লঞ্চ হল সেরা গেমিং ফোন Asus ROG Phone 5, জেনে নিন দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল