এন্ট্রি-লেভেল LXi ভেরিয়েন্টের দাম ২৭,৫০০ টাকা বেড়েছে। যার কারণে Maruti Suzuki Celerio-এর দাম শুরু হচ্ছে ৫.৬৪ লাখ (এক্স-শোরুম) টাকা থেকে। অন্য দিকে, VXi MT এবং VXi CNG MT ভেরিয়েন্টের দাম বেড়েছে ১৬,০০০ টাকা। আর VXi AMT ভেরিয়েন্টের দাম ২১,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
ZXi MT এবং ZXi+ MT ভেরিয়েন্টের দামও ২৭,৫০০ টাকা বেড়েছে। তবে, ZXi AMT-এর দাম একই থাকলেও, ZXi+ AMT-এর দাম ৩২,৫০০ টাকা বাড়ানো হয়েছে। যার ফলে টপ-স্পেক সেলারিওর নতুন দাম এখন ৭.৩৭ লাখ টাকা হয়েছে।
advertisement
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ ডিপিতে কোন ছবি রাখেন? সাবধান! আজ যা হল, বুক কেঁপে যাবে শুনলে
Celerio হ্যাচব্যাকে ১.০ লিটারের তিন সিলিন্ডারের K-সিরিজ পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ৬৬ বিএইচপি শক্তি ও ৮৯ Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ৫ স্পিড ম্যানুয়াল ও AMT গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। CNG ভেরিয়েন্টেও একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তবে কম শক্তিশালী, ৫৬ বিএইচপি ও ৮২.১ Nm টর্ক উৎপন্ন করে এবং শুধুমাত্র ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে।
বাজারের সেরা মাইলেজের গাড়ি বললে Celerio-এর নাম প্রথমের দিকেই থাকবে। পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্ট লিটার প্রতি ২৫.২৪ কিমি মাইলেজ দেয়। পেট্রোল-AMT প্রতি লিটারে পাড়ি দিতে পারে ২৬.৬৮ কিমি। CNG ভেরিয়েন্টও কম যায় না। কেজি প্রতি ৩৪.৪৩ কিমি মাইলেজ দেয়।
আরও পড়ুন- কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে, হ্যাকারদের প্রিয় হাতিয়ার এখন DeepSe
Maruti Suzuki Celerio-এর টপ ভেরিয়েন্টগুলোতে বেশ কিছু অত্যাধুনিক ফিচার রয়েছে। এতে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে, যা স্মার্টফোন নেভিগেশন সাপোর্ট করে। শুধু তাই নয়, Apple CarPlay ও Android Auto কানেকশনও সাপোর্ট করে এই ইউনিট। এছাড়াও গাড়িটিতে কি-লেস এন্ট্রি, পুশ বাটন স্টার্ট-স্টপ সহ আরও বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে।
তবে যাত্রী নিরাপত্তার দিকটা মাথায় রাখা হয়েছে বিশেষভাবে। এতে দুইটি এয়ারব্যাগ, ABS-এর সঙ্গে EBD, ESP, রিভার্স পার্কিং সেন্সর এবং AMT ভেরিয়েন্টে হিল হোল্ড অ্যাসিস্ট দেওয়া হয়েছে। কমফর্ট ফিচারও তুলনাহীন। আরামদায়ক আসন, পাওয়ার স্টিয়ারিং, তাত্ক্ষণিক ও গড় জ্বালানি খরচ পরিমাপের সুবিধা, ‘ডিস্টেন্স টু এম্পটি’ ফিচার, ডায়াল-টাইপ ক্লাইমেট কন্ট্রোল ফিচার রয়েছে। এছাড়াও অ্যাডজাস্টেবল হেডল্যাম্প, বডি-কালারড বাম্পার, বডি-কালারড ORVM (আউটসাইড রিয়ারভিউ মিরর), বডি-কালারড আউটসাইড ডোর হ্যান্ডেল, ফ্রন্ট গ্রিলে ক্রোম অ্যাকসেন্ট দেওয়া হয়েছে।