তাঁর তৈরি কার্টুন চরিত্র ইতিমধ্যেই বেশ অনেকটা প্রশংসা পাচ্ছে বহু মানুষের কাছে। যদিও তিনি আরও বহু কার্টুন চরিত্র নির্মাণের কাজ করে চলেছেন প্রতিনিয়ত। তবে এই সমস্ত কার্টুন চরিত্র নির্মাণে পাশপাশি তিনি তৈরি করেন বিভিন্ন ধরনের ক্যারিকেচার। এই ক্যারিকেচার তৈরির জন্য তিনি ইতিমধ্যেই জেলা এবং জেলার বাইরেও বহু মানুষের কাছে প্রশংসা পাচ্ছেন।
advertisement
আরও পড়ুন- ভুলেও YouTube-এ এই কাজগুলি করবেন না! বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট
শিল্পী ঋতম ঘোষাল জানান, “প্রাথমিক স্কুলের শিক্ষকতার পাশাপশি এই কাজ করা সহজ কাজ হয় না। তবে এই সমস্ত কার্টুন চরিত্র কিংবা ক্যারিকেচার তৈরির রসদ তিনি পান তাঁর স্কুলের বাচ্চাদের কাছ থেকেই। মূলত বাচ্চাদের দুষ্টুমির সময় গুলি তাঁকে প্রভাবিত করে। দীর্ঘ সময় ধরে তিনি এই কাজের সঙ্গে যুক্ত। তবে ধীরে ধীরে তাঁর কাজের মান আরও ভাল হয়ে উঠেছে। এমনটাই বলে থাকেন তাঁর পাঠকেরা। এখনোও তিনি একাধিক কার্টুন চরিত্র নির্মাণ করেছেন। আরোও বেশকিছু কাজ চলছে। তবে তাঁর প্রসিদ্ধ তিন কার্টুন চরিত্র ইতিমধ্যেই বেশ অনেকটা সাড়া ফেলেছে পাঠকদের মধ্যে।”
তিনি আরও জানান, “কার্টুন চরিত্র নির্মাণ শুধু নয়। কার্টুন চরিত্র নির্মাণের পাশাপশি তিনি ক্যারিকেচার তৈরি করে থাকেন। এই ক্যারিকেচার হল মানুষের ছবিকে কার্টুনের মতন করে তৈরি করা। যা বেশ অনেকটাই সময় সাপেক্ষ এবং ধৈর্যের কাজ। বহু মানুষ যেমনি তাঁর কাজ দেখে প্রশংসা করেন। আবার বহু মানুষ তাঁর কাছে আসেন তাঁদের ক্যারিকেচার তৈরি করার জন্য। তবে এই দুই বিষয় তিনি বেশ অনেকটাই উপভোগ করে থাকেন। আগামী দিনে তিনি আরোও বিভিন্ন ধরনের কার্টুন চরিত্র ও ক্যারিকেচার তৈরি করে সকলের মন জয় করতে চান।”
আরও পড়ুন- WhatsApp স্টেটাসে এবার লাগানো যাবে ইন্টাগ্রামের মতো গান! জেনে নিন কীভাবে
যদিও জেলার এই প্রাথমিক স্কুল শিক্ষকের প্রতিভা ইতিমধ্যেই বহু মানুষের নজর আকর্ষণ করতে শুরু করেছে। জেলার পাশাপশি বাইরের ও বহু মানুষ তাঁর প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছেন। তবে আরোও দীর্ঘ পথচলা বাকি তাঁর এই সমস্ত বিষয় নিয়ে এমনটাই জানিয়েছেন শিল্পী। প্রাথমিক স্কুল শিক্ষকের এই প্রতিভার কারনেই নেট দুনিয়ায় বেশ অনেকটা ভাইরাল হয়ে উঠেছেন তিনি ইতিমধ্যে।
Sarthak Pandit