WhatsApp স্টেটাসে এবার লাগানো যাবে ইন্টাগ্রামের মতো গান! জেনে নিন কীভাবে

Last Updated:
WhatsApp New Update: আর ব্যবহারকারীরা যাতে উন্নত অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তার জন্য হামেশাই নতুন নতুন ফিচার চালু করতে থাকে WhatsApp।
1/6
বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। আর সারা বিশ্বে রয়েছে এই অ্যাপের ৩.৫ বিলিয়নেরও বেশি ব্যবহারকারী। ফলে এটি এখন সবচেয়ে বেশি ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের তকমা লাভ করেছে। আর ব্যবহারকারীরা যাতে উন্নত অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তার জন্য হামেশাই নতুন নতুন ফিচার চালু করতে থাকে WhatsApp।
বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। আর সারা বিশ্বে রয়েছে এই অ্যাপের ৩.৫ বিলিয়নেরও বেশি ব্যবহারকারী। ফলে এটি এখন সবচেয়ে বেশি ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের তকমা লাভ করেছে। আর ব্যবহারকারীরা যাতে উন্নত অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তার জন্য হামেশাই নতুন নতুন ফিচার চালু করতে থাকে WhatsApp।
advertisement
2/6
তবে এবার তারা এমন এক ফিচার আনতে চলেছে, যা সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে। আসলে একটি নতুন ফিচার নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে এই সংস্থা। যার ফলে এবার থেকে WhatsApp স্টেটাস আপডেটে মিউজিক অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা।
তবে এবার তারা এমন এক ফিচার আনতে চলেছে, যা সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে। আসলে একটি নতুন ফিচার নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে এই সংস্থা। যার ফলে এবার থেকে WhatsApp স্টেটাস আপডেটে মিউজিক অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা।
advertisement
3/6
বিগত কয়েক বছর ধরে একাধিক আপডেট চালু করেছে এই প্ল্যাটফর্ম। এর মধ্যে অন্যতম হল - অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ব্যবহারকারীদের উপর থেকে সীমা অপসারণ এবং ভুয়ো ছবি শনাক্ত করার টুল ইত্যাদি। দাবি করা হয়েছে যে, নতুন এই ফিচার সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে একটা সুন্দর অভিজ্ঞতা প্রদান করবে। বিশেষ করে যাঁরা স্টেটাস দিতে ভালবাসেন, তাঁদের জন্য তো এই ফিচার অত্যন্ত পছন্দের হতে চলেছে।
বিগত কয়েক বছর ধরে একাধিক আপডেট চালু করেছে এই প্ল্যাটফর্ম। এর মধ্যে অন্যতম হল - অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ব্যবহারকারীদের উপর থেকে সীমা অপসারণ এবং ভুয়ো ছবি শনাক্ত করার টুল ইত্যাদি। দাবি করা হয়েছে যে, নতুন এই ফিচার সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে একটা সুন্দর অভিজ্ঞতা প্রদান করবে। বিশেষ করে যাঁরা স্টেটাস দিতে ভালবাসেন, তাঁদের জন্য তো এই ফিচার অত্যন্ত পছন্দের হতে চলেছে।
advertisement
4/6
WhatsApp-এর মিউজিক স্টেটাস ফিচার একদম Instagram-এর মতোই: নতুন স্টেটাস আপডেটের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা WhatsApp স্টেটাসে নিজেদের প্রিয় গান শেয়ার করতে সক্ষম হবেন। স্টেটাস সেকশনের ড্রয়িং এডিটরে একটি নতুন মিউজিক বাটন অ্যাড করা হবে। এই বাটনে ট্যাপ করে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের গান বেছে নিতে পারবেন। যা তাঁরা নিজেদের ছবি অথবা ভিডিও-র সঙ্গে শেয়ার করতে পারবেন।
WhatsApp-এর মিউজিক স্টেটাস ফিচার একদম Instagram-এর মতোই: নতুন স্টেটাস আপডেটের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা WhatsApp স্টেটাসে নিজেদের প্রিয় গান শেয়ার করতে সক্ষম হবেন। স্টেটাস সেকশনের ড্রয়িং এডিটরে একটি নতুন মিউজিক বাটন অ্যাড করা হবে। এই বাটনে ট্যাপ করে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের গান বেছে নিতে পারবেন। যা তাঁরা নিজেদের ছবি অথবা ভিডিও-র সঙ্গে শেয়ার করতে পারবেন।
advertisement
5/6
বিটা ইউজাররা আপাতত এই ফিচার পাচ্ছেন। আপাতত তা পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে। যদিও খুব শীঘ্রই সমস্ত ব্যবহারকারীর জন্যই তা রোল আউট করা হবে। এর কার্যকারিতা অনেকটা Instagram-এর মিউজিক ক্যাটালগের মতোই। এর ফলে ব্যবহারকারীরা বেছে নেওয়ার জন্য গানের তালিকা পাবেন। তাঁরা ট্রেন্ডিং মিউজিক থেকেও গান বাছতে পারবেন। সেই সঙ্গে গানের নির্দিষ্ট অংশও সিলেক্ট করতে পারবেন।
বিটা ইউজাররা আপাতত এই ফিচার পাচ্ছেন। আপাতত তা পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে। যদিও খুব শীঘ্রই সমস্ত ব্যবহারকারীর জন্যই তা রোল আউট করা হবে। এর কার্যকারিতা অনেকটা Instagram-এর মিউজিক ক্যাটালগের মতোই। এর ফলে ব্যবহারকারীরা বেছে নেওয়ার জন্য গানের তালিকা পাবেন। তাঁরা ট্রেন্ডিং মিউজিক থেকেও গান বাছতে পারবেন। সেই সঙ্গে গানের নির্দিষ্ট অংশও সিলেক্ট করতে পারবেন।
advertisement
6/6
এটা কীভাবে কাজ করবে? ব্যবহারকারীরা গান এবং ট্রেন্ডিং ট্র্যাক ব্রাউজ করতে পারবেন। ছবির জন্য ১৫ মিনিট পর্যন্ত মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। তবে ব্যবহারকারীরা যদি একটি ভিডিও-য় মিউজিক অ্যাড করতে চান, তাহলে আরও একটু বেশি দীর্ঘ মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। কন্টেন্টের সঙ্গে গান সিঙ্ক করা যেতে পারে।
এটা কীভাবে কাজ করবে? ব্যবহারকারীরা গান এবং ট্রেন্ডিং ট্র্যাক ব্রাউজ করতে পারবেন। ছবির জন্য ১৫ মিনিট পর্যন্ত মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। তবে ব্যবহারকারীরা যদি একটি ভিডিও-য় মিউজিক অ্যাড করতে চান, তাহলে আরও একটু বেশি দীর্ঘ মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। কন্টেন্টের সঙ্গে গান সিঙ্ক করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement