TRENDING:

WhatsApp-এ মেসেজ করেই ডিলিট করে দিল! সেটাও পড়া যায়, 'কায়দা' শিখে নিন

Last Updated:

Whatsapp: মেসেজ মুছে ফেলার পরও একটি চিহ্ন থেকে যায়। সেটি রিসিভারকে জানতে দেয়, কোনও একটি মেসেজ ছিল যা মুছে ফেলা হয়েছে। হয়তো সেই মেসেজ ভুল করে পাঠানো হয়েছিল। তবে সাধারণত সেটি পড়ার কোনও অপশন অনেকেই জানেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী ব্যবহৃত একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এই অ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য অনেক বৈশিষ্ট্য প্রদান করে। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল Delete for everyone.
advertisement

ভুল করে পাঠানো মেসেজ এই ফিচারের মাধ্যমে ডিলিট করা যাবে। এটি প্রেরকের কাছে ভুল করে পাঠানো বার্তা মুছে দেয়। ফলে প্রাপকের ইচ্ছে থাকলেও সেটি পড়তে পারে না।

মেসেজ মুছে ফেলার পরও একটি চিহ্ন থেকে যায়। সেটি রিসিভারকে জানতে দেয়, কোনও একটি মেসেজ ছিল যা মুছে ফেলা হয়েছে। হয়তো সেই মেসেজ ভুল করে পাঠানো হয়েছিল। তবে সাধারণত সেটি পড়ার কোনও অপশন অনেকেই জানেন না।

advertisement

আরও পড়ুন- বিরাট কোহলির প্রথম প্রেমিকা ‘এই’ মহিলা! অনেকেই চেনেন না, অনুষ্কা তো অনেক পরে

এমন অনেক মানুষ আছেন মুছে দেওয়া মেসেজে কী লেখা ছিল তা জানতে খুব আগ্রহী। এটি ট্র্যাক করার জন্য গুগল প্লে স্টোরে অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে। ডিলিট করা মেসেজ ওই অ্যাপের মাধ্যমে পড়া যাবে।

advertisement

কিন্তু সেসব অ্যাপ ব্যবহারে অনেক সময় আপনার তথ্য চুরি হতে পারে। তাই এখানে আমরা আপনাকে এমন একটি উপায় বলতে চলেছি। যাতে ডিলিট করা মেসেজ পড়ার জন্য আপনার কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না।

আরও পড়ুন- কাঁদলেন সৌরভ! স্বামীহারা ‘একা’ মহিলার জন্য দাদার চোখে জল! মন খারাপের মুহূর্ত

advertisement

প্রথমেই বলে রাখি, এই ফিচার শুধুমাত্র Android 11 এবং তার পরের ভার্সনে পাওয়া যাবে। তাই প্রথমে ফোনের ভার্সন চেক করুন এবং ফোন আপডেট করুন।

প্রথমে ফোনের সেটিংসে যান।

তার পর (নোটিফিকেশন) এ যান।

তার পর মোর সেটিংসে যান।

এর পর নোটিফিকেশন হিস্ট্রি দেখুন।

তার পর স্ক্রিনে আসা টোগল প্রেস করুন।

advertisement

এই বোতামটি প্রেস করার পর আপনি যখন এই প্রক্রিয়াটি আবার পুনরাবৃত্তি করবেন, তখন গত ২৪ ঘন্টার মধ্যে আপনার ফোনে আসা সমস্ত মেসেজ দেখতে পাবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

এর মধ্যে মুছে ফেলা মেসেজ থাকবে। তবে ফটো, ভিডিও বা অডিও মেসেজ দেখতে পাবেন না। আপনি শুধুমাত্র টেক্সট মেসেজ দেখতে পারবেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp-এ মেসেজ করেই ডিলিট করে দিল! সেটাও পড়া যায়, 'কায়দা' শিখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল