জিও এয়ারফাইবারের বেস প্ল্যানগুলিতে ইতিমধ্যেই ১ টিবি-র উচ্চ গতি এবং সীমাহীন ডেটা পাওয়া যাচ্ছে। তবে ফেয়ার ইউসেজ পলিসি অনুযায়ী, ৬৪ কেবিপিএস গতি হ্রাস করা হয়েছে। জিও এয়ারফাইবার ইউজারদের চাহিদা পূরণে তিনটি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। সেগুলি ৫৯৯ টাকা, ৮৯৯ টাকা এবং ১,১৯৯ টাকার। নতুন গ্রাহকরা ৬ মাস বা ১ বছরের সাবস্ক্রিপশন নিতে পারেন।
advertisement
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ২০২৩-এর ২৮ অগাস্ট ঘোষণা করেছিলেন, জিও এয়ারফাইবার ফিজিক্যাল পরিকাঠামোর সীমাবদ্ধতাগুলি দূর করে বিস্তৃত কভারেজ প্রদান করবে এবং জিও ফাইবার ১ জিবিপিএস-এর গতিকেও ছাড়িয়ে যাবে। তবে এই স্পিড গ্রাহকের নিকটবর্তী জিও টাওয়ারে নেটওয়ার্কের ক্ষমতার ভিত্তিতে বদলে যেতে পারে।
জিও এয়ারফাইবার ডিভাইসে ওয়াইফাই ৬ সাপোর্ট করে। এতে প্যারেন্টাল কন্ট্রোল এবং শক্তিশালী নিরাপত্তা ফায়ারওয়াল রয়েছে। এটা জিও-এর স্মার্ট হোম সলিউশনের ভিত্তি হিসাবেও কাজ করে, যার মধ্যে জিও হোম রাউটার, জিও সেট-টপ বক্স এবং জিও হোম স্মার্টফোন অ্যাপ রয়েছে।
আরও পড়ুন: Instagram-এও করা যায় ভিডিও কল! কীভাবে করবেন দেখে নিন
উচ্চ-গতির ব্রডব্যান্ড ছাড়াও, জিও এয়ার ফাইবার ডিজিটাল বিনোদন পরিষেবাগুলির একটি বিস্তৃত পরিসর অফার করে৷ ব্যবহারকারীরা হাই ডেফিনিশনে ৫৫০ টিরও বেশি সেরা টিভি চ্যানেল অ্যাক্সেস করতে পারেন। সময়ে কোনও শো দেখা না হলে পরে সেটা দেখে নেওয়ার সুযোগও এতে রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ডিভাইসে ১৬টির বেশি জনপ্রিয় ওটিটি অ্যাপ থেকেও পছন্দ মতো কনটেন্ট উপভোগ করতে পারেন গ্রাহকরা।
জিও এয়ারফাইবার লেটেস্ট ওয়াইফাই রাউটার, ৪কে স্মার্ট সেট-টপ বক্স এবং ভয়েস-অ্যাক্টিভেটেড রিমোট সহ হোম নেটওয়ার্কিং সলিউশন দিচ্ছে। এর জন্য গ্রাহকদের অতিরিক্ত পয়সা খরচ করতে হবে না। এটা ছাদে বা বাড়ির উঠোনে ইনস্টল করতে হয়। এর চার্জ হাজার টাকা। যে সব ইউজার বার্ষিক প্ল্যান বেছে নেন তাঁদের এই চার্জটাও ফ্রি করে দিয়েছে জিও।