এই আনলিমিটেড অফারের মধ্যে কী কী অন্তর্ভুক্ত?
১. টিভি অথবা মোবাইলের ৪কে-তে ৯০ দিনের জন্য ফ্রি জিও হটস্টার। এর ফলে নিজের বাড়ির টিভি-তে অথবা নিজের মোবাইলে ৪কে মোডে এই মরশুমের প্রত্যেকটি ম্যাচ একেবারে বিনামূল্যে দেখতে পাবেন গ্রাহকরা।
২. ৫০ দিন বাড়ির জন্য JioFiber বা AirFiber ট্রায়াল কানেকশন ফ্রি। আল্ট্রা-ফাস্ট ইন্টারনেটের ফ্রি ট্রায়াল এবং ৪কে-তে দেখার দারুণ অভিজ্ঞতা মিলবে। ফলে বাড়ি বসেই বিনোদনেক আনন্দ উপভোগ করা সম্ভব হবে। JioAirFiber-এর পরিষেবাগুলি নিম্নলিখিত:
advertisement
১. ৮০০টিরও বেশি টিভি চ্যানেল
২. ১১টিরও বেশি ওটিটি অ্যাপ
৩. আনলিমিটেড ওয়াইফাই
৪. এবং আরও নানা সুবিধা
জিও-র অফার
অফারের সুবিধা কীভাবে গ্রহণ করতে পারবেন গ্রাহকরা?
১৭ মার্চ এবং ৩১ মার্চ ২০২৫ তারিখের মধ্যে রিচার্জ করতে হবে অথবা নতুন সিম নিতে হবে।
যাঁদের আগে থেকে জিও সিম রয়েছে, তাঁদের ক্ষেত্রে:
২৯৯ টাকা (১.৫ জিবি দৈনিক অথবা তার বেশি) কিংবা তার থেকে বেশি দামি প্ল্যান নেওয়া আবশ্যক।
নতুন জিও সিম ব্যবহারকারীদের ক্ষেত্রে:
একটি নতুন জিও সিম নিতে হবে। তারপর ২৯৯ টাকা (১.৫ জিবি দৈনিক অথবা তার বেশি) কিংবা তার থেকে বেশি দামি প্ল্যান নিতে হবে।
বিশদে সমস্ত সুবিধার কথা জানার জন্য 60008-60008 নম্বরে একটি মিসড কল দিতে হবে।
অন্যান্য অফার এবং মেয়াদ:
১. যেসব গ্রাহক ১৭ মার্চের আগে রিচার্জ করে ফেলেছেন, তাঁরা ১০০ টাকার অ্যাড-অন প্যাকের বিকল্প বেছে নিতে পারেন।
২. জিও হটস্টার প্যাক অ্যাক্টিভেট হবে আগামী ২২ মার্চ ২০২৫ তারিখ থেকে। তা চলবে আগামী ৯০ দিন পর্যন্ত। প্রসঙ্গত আগামী ২২ মার্চ ২০২৫ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে ক্রিকেট মরশুমের ওপেনিং ম্যাচ।
আরও বিশদ তথ্য পাওয়ার জন্য jio.com-এ যেতে পারেন গ্রাহকরা। কিংবা নিকটবর্তী জিও স্টোরে গিয়েও তাঁরা জেনে নিতে পারবেন এই অফারের বিষয়ে বিশদ তথ্য। এই অফারটি JioAiCloud দ্বারা পরিচালিত।