আরও পড়ুন: JioPhone Next-এ Qualcomm চিপ ব্যবহারের ফলে কী সুবিধা পাওয়া যাবে ? জেনে নিন বিশদে
দুই সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে ১৯৯৯ টাকা দিয়েই জিও ফোন নেক্সট (Jio Phone Next) হাতে পেয়ে যাবেন গ্রাহকরা৷ বাকি টাকা সহজ কিস্তিতে শোধ করা যাবে৷ কিস্তিতে টাকা শোধ করারও বেশ কয়েকটি বিকল্প থাকছে৷ ১৮ এবং ২৪ মাস ধরে কিস্তিতে সহজেই শোধ করা যাবে জিও ফোন নেক্সটের দাম৷
advertisement
জিও ফোন নেক্সট কিনতে যাঁরা আগ্রহী তাঁরা জিও মার্ট ডিজিটাল রিটেল স্টোরে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন৷ অথবা WWW.JIO.COM/NEXT-এ গিয়ে আগ্রহ প্রকাশ করা যাবে৷ এ ছাড়াও ৭০১৮২-৭০১৮২ নম্বরে Hi লিখে হোয়াটসঅ্যাপ করা যাবে৷ এর পর কনফার্মেশন পেলে জিও মার্ট ডিজিটাল রিটেল স্টোর থেকেই জিও ফোন নেক্সট সংগ্রহ করতে পারবেন গ্রাহক৷
সাধ্যের মধ্যে প্রত্যেক ভারতীয়ের হাতে স্মার্টফোন এবং ইন্টারনেটের সুবিধে পৌঁছে দেওয়াই জিও ফোন নেক্সট-এর মূল উদ্দেশ্য৷ সেই কারণেই একগুচ্ছ সুবিধে সহ এবং কং দামে এই ফোন বাজারে নিয়ে আসছে জিও এবং গুগল৷ জিও ফোন নেক্সট-এর জন্য প্রগতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করেছে গুগল৷
ব্যবহারকারীদের সুবিধার্থে জিও ফোন নেক্সট-এ একাধিক বৈশিষ্ট থাকছে৷ তার মধ্যে রয়েছে স্ক্রিনে লেখা থাকা যে কোনও তথ্য দশটি ভারতীয় ভাষায় অনুবাদ করার সুবিধে৷ আবার নিজস্ব ভাষায় জিও ফোনকে নির্দেশও দেওয়া যাবে৷ এ ছাড়াও রয়েছে দুর্দান্ত ক্যামেরা৷ কোয়ালকমের শক্তিশালী প্রসেসরও থাকছে জিও ফোন নেক্সট-এ৷
জিও ফোন নেক্সট-এর লঞ্চ প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, 'করোনা অতিমারির জন্য বিশ্ব জুড়ে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়লেও উৎসবের মরশুমে রিলায়েন্স জিও এবং গুগল মিলে যে এই যুগান্তকারী ফোনটি মানুষের হাতে তুলে দিচ্ছে, তা ভেবেই আমি আনন্দিত৷ আমি বরাবরই বিশ্বাস করেছি যে ডিজিটাল বিপ্লব ১৩৫ কোটি ভারতীয়ের জীবনকে আরও উন্নত এবং সমৃদ্ধ করবে৷ অতীতে আমরা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তা করে দেখিয়েছি, এবার আমরা স্মার্টফোনের মাধ্যমে তা করে দেখাবো৷'
গুগল-এর সিইও সুন্দর পিচাই বলেন, 'ইন্টারনেট সবার জীবনে যে সুবিধে নিয়ে আসতে পারে, সেকথা মাথায় রেখেই ভারতীয়দের সাধ্যের মধ্যে জিও ফোন নেক্সট-কে তৈরি করা হয়েছে৷ দু'টি সংস্থার বিশেষজ্ঞ এবং কর্মীরাই এর পিছনে প্রচুর পরিশ্রম করেছে৷ লক্ষ লক্ষ ভারতীয় নিজেদের জীবনকে উন্নত করার জন্য কীভাবে জিও ফোন নেক্সট-কে ব্যবহার করেন, আমি সেদিকেই সাগ্রহে তাকিয়ে রয়েছি৷'
বিস্তারিত আসছে...