TRENDING:

Jio Data Plan: ১০ জিবি ডেটা মাত্র ১১ টাকায়! অবিশ্বাস‍্য অফার, যত খুশি সিনেমা দেখুন, নেট ঘাঁটুন, ডেটা শেষ হওয়ার নামই নেবে না

Last Updated:

Jio Data Plan: এখনও পর্যন্ত ডেটার দিক থেকে জিও-এর এই প্ল্যানই সবচেয়ে সস্তা। কোম্পানি ৪ জি ডেটা দিচ্ছে। ইউজার ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন, সিনেমা দেখতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং। যেটা খুশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্টারনেট ইউজারদের এখন পোয়া বারো। প্রচুর ডেটা। যত খুশি সিনেমা দেখা, ভিডিও কল করা যায়। কিন্তু এই করতে গিয়ে কখন যে ডেইলি ডেটার কোটা শেষ হয়ে যাচ্ছে খেয়ালই থাকছে না। এখন উপায়? চিন্তা নেই। ধামাকা প্ল্যান নিয়ে এসেছে জিও। এই প্ল্যানে মাত্র ১১ টাকায় মিলছে ১০ জিবি ডেটা।
News18
News18
advertisement

এখনও পর্যন্ত ডেটার দিক থেকে জিও-এর এই প্ল্যানই সবচেয়ে সস্তা। কোম্পানি ৪ জি ডেটা দিচ্ছে। ইউজার ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন, সিনেমা দেখতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং। যেটা খুশি।

আরও পড়ুন: সকাল সকাল গরম জলে মিশিয়ে খান এই জিনিস…মোমের মতো গলে যাবে মেদ! শরীর থেকে ছেঁকে বের করবে ‘ময়লা’

advertisement

জিও-এর ১১ টাকায় ১০ জিবি-এর ৪ জি ডেটা প্ল্যান ইউজাররা নিয়মিত প্ল্যানের সঙ্গেই ব্যবহার করতে পারবেন। যাঁদের প্রায়ই ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে যায়, তাঁদের জন্য এটা আদর্শ। ডেটা ইন্টারনেট কলিং বা ব্রাউজিংয়ের জন্য তো বটেই, সিনেমা দেখা বা ডাউনলোড করার জন্যও এই প্যাক লাভজনক।

কত দিনের মেয়াদ: জিও-এর এই প্ল্যানের মেয়াদ ১ ঘণ্টা। ইউজারকে এক ঘণ্টার মধ্যেই ১০ জিবি ডেটা ব্যবহার করতে হবে। এই দিক থেকে দেখলে, যাঁরা বড় ফাইল বা সিনেমা ডাউনলোডের জন্য নেট রিচার্জ করতে চান, তাঁদের সুবিধা হবে। সাধারণত ১ জিবি ডেটার জন্য ১২ থেকে ১৫ টাকা খরচ করতে হয়। সেখানে ১১ টাকায় ১০ জিবি ডেটা পাওয়া লাভ বই কি!

advertisement

আরও পড়ুন: এক ফোঁটাও জল লাগবে না, ওয়াশিং মেশিনও দরকার নেই! ৫ উপায়ে পরিষ্কার করুন লেপ, কম্বল, মিনিটে সাফ সমস্ত ধুলো-ময়লা

ভয়েস কল করা যাবে না: জিও এই প্ল্যানে শুধু ইন্টারনেট সার্ভিস দিচ্ছে। অর্থাৎ ভয়েস কল করার অপশন থাকছে না। তবে ইউজাররা হোয়াটসঅ্যাপ কলিং বা মেসেজ করতে পারবেন। যাঁদের বেস প্ল্যান শেষ হয়ে গিয়েছে, তাঁদের জন্য এই প্ল্যান সোনায় সোহাগা। সহজ কথায় বললে, এটা ব্যবহার করতে বেস প্ল্যানের প্রয়োজন নেই। শুধু তাই নয়, বর্তমানে কোনও প্ল্যান চললেও অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন ইউজাররা। কোনও অসুবিধা হবে না।

advertisement

আরও পড়ুন: বলুন তো শরীরে কোন ভিটামিনের অভাবে ঠোঁট ফাটে? সব দোষ শীতের নয় কিন্তু…কীভাবে থাকবে তুলতুলে? ঘরোয়া উপায় জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

প্রিপেড এবং পোস্টপেড, সবেতেই ব্যবহার করা যাবে: এই প্ল্যানের সবচেয়ে ব্র সুবিধা হল, এটা প্রিপেড এবং পোস্টপেড, সবেতেই ব্যবহার করতে পারবেন ইউজাররা। কোম্পানির তরফে জানানো হয়েছে, পোস্টপেড ইউজাররাও ১১ টাকায় ১০ জিবি ডেটার সুবিধা নিতে পারবেন। মাইজিও অ্যাপ অথবা জিও-এর ওয়েবসাইট থেকে এই প্ল্যান রিচার্জ করা যেতে পারে। ই-প্যাকের সুবিধা হল, এটি বেস প্যাকের সঙ্গে বা বেস প্যাক ছাড়া উভয় প্ল্যানে ব্যবহার করা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio Data Plan: ১০ জিবি ডেটা মাত্র ১১ টাকায়! অবিশ্বাস‍্য অফার, যত খুশি সিনেমা দেখুন, নেট ঘাঁটুন, ডেটা শেষ হওয়ার নামই নেবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল