এই অসাধারণ সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। X হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানিয়ে তিনি লেখেন,‘‘ নতুন কীর্তি গড়ে তুলল ভারত। দেশের প্রথম সৌর পর্যবেক্ষক আদিত্য এল ১ নিজের গন্তব্যে পৌঁছেছে।
আরও পড়ুন: বাজারে দেখেও এড়িয়ে যান! বাড়তি ওজন কমবে থেকে ব্লাড সুগারও কন্ট্রোলে থাকবে, বাড়বে দৃষ্টিশক্তিও
advertisement
জটিল মহাকাশ মিশনের এই সফলতা বিজ্ঞানীদের নিরলস উত্সর্গের একটি প্রমাণ। দেশবাসীর মতো আমিও এই অসাধারণ কৃতিত্বকে সাধুবাদ জানাই। মানবজাতিকে এগিয়ে নিয়ে যেতে বিজ্ঞানের এই অগ্রগতি আমরা বজায় রাখব।’’
ইসরোর পক্ষ থেকে জানান হয়েছে, আদিত্য এল-১ তার গন্তব্য কক্ষপথ ল্যারাঞ্জ পয়েন্ট ১ এ সফল ভাবে পৌঁছেছে। সূর্যের কাছে ল্যাগারেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার। গত চার মাস ধরে এই পথ অতিক্রম করেছে আদিত্য-এল১। নাসার আরও চারটি মহাকাশযান ওই জায়গায় আগে থেকেই রয়েছে। তারাও একই ভাবে সূর্যকে পর্যবেক্ষণ করছে। যদিও এই প্রথম ভারতের কোনও মহাকাশযান সূর্যের এত কাছে পৌঁছল।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১। আদিত্য-এল১-এর যাত্রাপথে খুব বেশি বাধা পায়নি।