TRENDING:

অন্ধকার ঘরে বা আলো জ্বালিয়ে টিভি দেখছেন? চোখের ক্ষতি কতটা করছেন?

Last Updated:

অনেকেই বলেন যে, অন্ধকার ঘরে টিভি দেখলে চোখের ক্ষতি হয়। বরং আলো জ্বালিয়ে রেখে টিভি দেখাটাই চোখের জন্য ভাল। বিষয়টা কি আদৌ ঠিক? আজ সঠিক উত্তরটাই জেনে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অন্ধকার ঘরে টিভি দেখার মজাই আলাদা। এটা একদিক থেকে ঠিকই। কারণ এতে অনেকটা প্রেক্ষাগৃহের মতো সেই অনুভূতিটা আসে। তবে অনেকেই বলেন যে, অন্ধকার ঘরে টিভি দেখলে চোখের ক্ষতি হয়। বরং আলো জ্বালিয়ে রেখে টিভি দেখাটাই চোখের জন্য ভাল। বিষয়টা কি আদৌ ঠিক? আজ সঠিক উত্তরটাই জেনে নেওয়া যাক।
advertisement

আসলে সময়ের পর সময় ধরে প্রযুক্তি এগিয়েছে। আর উন্নত প্রযুক্তির হাত ধরে টিভি-রও উন্নতি হয়েছে। পরিবর্তিত হয়েছে ডিসপ্লে-র গুণমান। আর স্মার্ট টেলিভিশন আসার পর থেকে তো কথাই নেই। ডিসপ্লে-ও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। কয়েকটি টিভি-তে রয়েছে OLED ডিসপ্লে।

তবে কিছু টিভি-তে আবার POLED ডিসপ্লে-ও দেখা যাচ্ছে। বাজারে প্রতিটি রেঞ্জের টিভি এসে যাওয়ার ফলে সকলেই ভাল ডিসপ্লে বিশিষ্ট টিভি চান। আর বড় টিভি কিনলে তো কথাই নেই। ঘরে একটা বড় টিভি ইনস্টল করে নিলেই হল। এতে বাড়িতেই যেন সিনেমা হলের মতো অনুভূতি মেলে। আসলে প্রেক্ষাগৃহে তো আমরা অন্ধকারেই ফিল্ম দেখি। কারণ অন্ধকারে টিভি দেখলে ভাল ভাবে বিষয়টা উপভোগ করা যায়। অন্ধকারে টিভি দেখতে পছন্দ করার আরও একটি কারণ হল, টিভি-তে যাতে কোনও রকম আলো না পড়ে। এতে দেখার অভিজ্ঞতা নষ্ট হয়।

advertisement

আরও পড়ুন AC water leak: এসি থেকে জল লিক হয় ৫ কারণে, সারানোর সহজ পদ্ধতি

আবার এমন কিছু মানুষ রয়েছে, যারা অন্ধকারে টিভি দেখতে মোটেই পছন্দ করে না। বরং তাঁরা উজ্জ্বল আলো ছাড়া ঘরে টিভিই দেখতে পারেন না। তবে এক্ষেত্রে দেখার অভিজ্ঞতা কিছুটা হলেও নষ্ট হয়। কারণ টিভি-তে একটি রিফ্লেক্টর প্যানেল থাকে। আর টিভি-র স্ক্রিনে ঘরের উজ্জ্বল আলো পড়ার ফলে টিভি-তে কিছু দেখতে সমস্যার সৃষ্টি হয়।

advertisement

আরও পড়ুন Online scam: লিঙ্ক শেয়ার করলেই উপহার ৮০ হাজার টাকার ফোন! লোভের ফাঁদে খোয়া যাবে সর্বস্ব!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবার অন্ধকার ঘরের মধ্যে উজ্জ্বল আলোযুক্ত স্ক্রিন দেখার অন্যতম প্রধান সমস্যা হল, অন্ধকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমাদের চোখের তারাকে প্রসারিত করতে হয়। এর পাশাপাশি অন্ধকার ঘরে টিভি দেখার আরও একটি সমস্যাও রয়েছে। অন্ধকার এবং আলোর মধ্যে থাকা পার্থক্যের কারণে কিছুক্ষণ পর থেকে চোখের উপর চাপ পড়তে শুরু করে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, খুব অন্ধকারে কিংবা প্রচণ্ড উজ্জ্বল আলোতে টিভি না দেখাই ভাল। টিভি দেখার সময় ঘরের মধ্যে হালকা আলো জ্বালিয়ে রাখলে চোখের উপর তেমন চাপ পড়ে না।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অন্ধকার ঘরে বা আলো জ্বালিয়ে টিভি দেখছেন? চোখের ক্ষতি কতটা করছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল