Online scam: লিঙ্ক শেয়ার করলেই উপহার ৮০ হাজার টাকার ফোন! লোভের ফাঁদে খোয়া যাবে সর্বস্ব!

Last Updated:
ওই পোস্টে দাবি করা হয়, ৫টি গ্রুপে বা ২০ জন বন্ধুর সঙ্গে শেয়ার করতে হবে India Post-এর পেজটি। এই লক্ষ্য পূরণ হয়ে গেলেই একটি iPhone 15 উপহার দেওয়া হবে। যার দাম প্রায় ৮০ হাজার টাকা।
1/6
বন্ধুদের জানান India Post-এর বিষয়ে, আর জিতে নিন একটি iPhone 15। এমন মেসেজ পেলে কার না আনন্দ হয়! শুধু India Post নয়, এমন ‘টাস্ক’ বিভিন্ন সোশ্যাল থেকে পাওয়া যায়, বিভিন্ন সংস্থার নামে।
বন্ধুদের জানান India Post-এর বিষয়ে, আর জিতে নিন একটি iPhone 15। এমন মেসেজ পেলে কার না আনন্দ হয়! শুধু India Post নয়, এমন ‘টাস্ক’ বিভিন্ন সোশ্যাল থেকে পাওয়া যায়, বিভিন্ন সংস্থার নামে।
advertisement
2/6
সম্প্রতি তেমনই একটি পোস্ট করা হয়েছিল X হ্যান্ডলে। India Post-এর তরফ থেকেই সেই খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আসল ঘটনা অন্য। সাইবার অপরাধীরা India Post-এর নাম ব্যবহার করে জালিয়াতি করতে চেষ্টা করেছিল। ওই পোস্টে দাবি করা হয়, ৫টি গ্রুপে বা ২০ জন বন্ধুর সঙ্গে শেয়ার করতে হবে India Post-এর পেজটি। এই লক্ষ্য পূরণ হয়ে গেলেই একটি iPhone 15 উপহার দেওয়া হবে। যার দাম প্রায় ৮০ হাজার টাকা।
সম্প্রতি তেমনই একটি পোস্ট করা হয়েছিল X হ্যান্ডলে। India Post-এর তরফ থেকেই সেই খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আসল ঘটনা অন্য। সাইবার অপরাধীরা India Post-এর নাম ব্যবহার করে জালিয়াতি করতে চেষ্টা করেছিল। ওই পোস্টে দাবি করা হয়, ৫টি গ্রুপে বা ২০ জন বন্ধুর সঙ্গে শেয়ার করতে হবে India Post-এর পেজটি। এই লক্ষ্য পূরণ হয়ে গেলেই একটি iPhone 15 উপহার দেওয়া হবে। যার দাম প্রায় ৮০ হাজার টাকা।
advertisement
3/6
India Post ইতিমধ্যেই এই ঘটনাকে জালিয়াতি বলে দাবি করেছে। কর্তৃপক্ষ সরাসরি জানিয়ে দিয়েছেন, এই উপহার দেওয়ার প্রতিশ্রুতির সঙ্গে কোনও ভাবেই সংস্থা জড়িত নয়। X হ্যান্ডলে India Post সমস্ত নাগরিকের উদ্দেশে জানিয়েছে, ‘অনুগ্রহ করে সতর্ক থাকুন’। তাদের দাবি, ‘India Post কোনও আনঅফিশিয়াল পোর্টাল বা লিঙ্কের মাধ্যমে কোনও ধরনের উপহার দিচ্ছে না।’
India Post ইতিমধ্যেই এই ঘটনাকে জালিয়াতি বলে দাবি করেছে। কর্তৃপক্ষ সরাসরি জানিয়ে দিয়েছেন, এই উপহার দেওয়ার প্রতিশ্রুতির সঙ্গে কোনও ভাবেই সংস্থা জড়িত নয়। X হ্যান্ডলে India Post সমস্ত নাগরিকের উদ্দেশে জানিয়েছে, ‘অনুগ্রহ করে সতর্ক থাকুন’। তাদের দাবি, ‘India Post কোনও আনঅফিশিয়াল পোর্টাল বা লিঙ্কের মাধ্যমে কোনও ধরনের উপহার দিচ্ছে না।’
advertisement
4/6
ঠিক কী ভাবে এই জালিয়াতি চলছে, তা তা এখনও স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় জাল লিঙ্কগুলি শেয়ার করা মোটেও কাজের কথা নয়। এমন কোনও প্রলোভনে পা দেওয়ার আগে, অন্যের সঙ্গে ওই লিঙ্ক শেয়ার করার আগে অবশ্যই দু’বার ভাবতে হবে। না হলে বড় রকমের সমস্যা তৈরি হতে পারে। যাঁর কাছে লিঙ্কটি গেল তার তো বটেই, যিনি শেয়ার করলেন তিনিও ক্ষতির সম্মুখীন হতে পারেন।
ঠিক কী ভাবে এই জালিয়াতি চলছে, তা তা এখনও স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় জাল লিঙ্কগুলি শেয়ার করা মোটেও কাজের কথা নয়। এমন কোনও প্রলোভনে পা দেওয়ার আগে, অন্যের সঙ্গে ওই লিঙ্ক শেয়ার করার আগে অবশ্যই দু’বার ভাবতে হবে। না হলে বড় রকমের সমস্যা তৈরি হতে পারে। যাঁর কাছে লিঙ্কটি গেল তার তো বটেই, যিনি শেয়ার করলেন তিনিও ক্ষতির সম্মুখীন হতে পারেন।
advertisement
5/6
শুধু তাই নয়, কোনও ব্যবহারকারী যত বেশি মানুষের সঙ্গে ওই লিঙ্ক শেয়ারের মাধ্যমে সংযোগ স্থাপন করবেন, তত বেশি তথ্য হাতিয়ে নিতে পারবে জালিয়াতরা। আরও বড় জালিয়াতির সুযোগ পাবে তারা।
শুধু তাই নয়, কোনও ব্যবহারকারী যত বেশি মানুষের সঙ্গে ওই লিঙ্ক শেয়ারের মাধ্যমে সংযোগ স্থাপন করবেন, তত বেশি তথ্য হাতিয়ে নিতে পারবে জালিয়াতরা। আরও বড় জালিয়াতির সুযোগ পাবে তারা।
advertisement
6/6
এর সঙ্গে বিদেশি সংযোগ থাকতে পারে। এই ধরনের লিঙ্কে ক্লিক করলে তা অন্য কোনও ম্যালিশিয়াস ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। যা ভবিষ্যতে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। শুধু আর্থিক ক্ষতিই নয়, আরও নানা রকম সমস্যা তৈরি হতে পারে।এই জন্য, সব সময় কোনও সংস্থার অফিসিয়াল পেজ-এ এমন দাবির সত্যতা যাচাই করতে হবে।
এর সঙ্গে বিদেশি সংযোগ থাকতে পারে। এই ধরনের লিঙ্কে ক্লিক করলে তা অন্য কোনও ম্যালিশিয়াস ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। যা ভবিষ্যতে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। শুধু আর্থিক ক্ষতিই নয়, আরও নানা রকম সমস্যা তৈরি হতে পারে।এই জন্য, সব সময় কোনও সংস্থার অফিসিয়াল পেজ-এ এমন দাবির সত্যতা যাচাই করতে হবে।
advertisement
advertisement
advertisement