iQOO India-র সিইও, নিপুণ মারিয়া ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছেন iQOO Neo 9 Pro লঞ্চের তারিখটি। তিনি বলেছেন, নতুন বছরের প্রথম স্মার্টফোন লঞ্চটি হতে চলেছে ২২ ফেব্রুয়ারি, ২০২৪।
আরও পড়ুন: রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে বিনামূল্যে ধোসা! কোথায় পাবেন? রইল ঠিকানা
নিজের X হ্যান্ডলে নিপুণ লিখেছেন ‘ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন। #iQOONEo9Pro-এর PRO এক্সপিরিয়েন্স আসছে ২২.২.২৪ তারিখে।’
advertisement
সেই সঙ্গে ট্যুইটে নিপুণ শেয়ার করেছেন আসন্ন স্মার্টফোনের একটি ছবিও। আসলে ওই ফোন ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গিয়েছে। ছবিটি থেকেই স্পষ্ট করে যে আসন্ন স্মার্টফোনটির পিছনে ডুয়াল-টোন লেদার ফিনিশ থাকবে। তাছাড়া এর পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট-আপ থাকবে বলেই মনে করা হচ্ছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন-সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে। সঙ্গে সম্ভবত একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্সও থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে সেলফির জন্য এই স্মার্টফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
আরও পড়ুন: এশিয়ার প্রথম চা বাগান যেখানে সৌরশক্তিতেই হবে সমস্ত কাজ! কমবে খরচ
কেমন হতে পারে এই ফোনের ফিচার—
মনে করা হচ্ছে, নতুন এই স্মার্টফোনটিতে থাকতে পারে ১৪৪Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৭৮-ইঞ্চি ডিসপ্লে।
সম্ভবত এই ফোনটি Snapdragon 8 Gen 2 দ্বারা চালিত হবে।
ডিভাইসটিতে ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি ৫,১৬০mAh ব্যাটারি থাকতে পারে।
আউট অফ দ্য বক্স Android 14 এর ভিত্তিতে চলতে পারে এই ফোন। এটি Funtouch 14 এ বুট হবে।
মনে করা হচ্ছে iQOO Neo 9 Pro আসন্ন OnePlus 12R-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে। OnePlus 12R লঞ্চ করছে আগামী ২৩ জানুয়ারি।