TRENDING:

iQoo 9T: অসাধারণ ডিজাইন, দুর্দান্ত ফিচারস্! এমন ফোন হাতে থাকলে ফিরে তাকাবে লোকজন

Last Updated:

iQoo 9T: iQoo 9T ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা মডিউল, যা রয়েছে ব্যাক প্যানেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#iQoo 9T: Vivo-র সাব ব্র্যান্ড iQoo লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন। জানা গিয়েছে, এই মাসের শেষেই ভারতে লঞ্চ করা হতে পারে iQoo 9T ফোন।
advertisement

অ্যামাজন ইন্ডিয়াতে iQoo 9T ফোনের টিজার লঞ্চ করা হয়েছে। সুতরাং ভারতে iQoo 9T ফোন পাওয়া যাবে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনে। কিন্তু, ভারতে iQoo 9T ফোন কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে নির্দিষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।

যেহেতু অ্যামাজনে iQoo 9T ফোনের টিজার লঞ্চ করা হয়েছে, সুতরাং মনে করা হচ্ছে এই মাসের শেষেই ভারতে এই ফোন লঞ্চ করা হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক iQoo 9T ফোনের খুঁটিনাটি।

advertisement

আরও পড়ুন- চটি পরে বাইক বা স্কুটি চালান? জানেন, কত টাকা জরিমানা হতে পারে!

কোম্পানির শেয়ার করা ইমেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে, iQoo 9T ফোনে ব্যবহার করা হয়েছে নতুন ডিজাইন। iQoo 9T ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা মডিউল, যা রয়েছে ব্যাক প্যানেলে।

iQoo 9T ফোনে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কার্বন ফাইবার প্যাটার্ন। এই ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে ব্যবহার করা হয়েছে এই ব্ল্যাক কার্বন ফাইবার প্যাটার্ন।

advertisement

অ্যামাজনে দেখানো টিজার অনুযায়ী, iQoo 9T ফোনে ব্যবহার করা হয়েছে ভিভো ভি১ প্লাস চিপ।iQoo 9T ফোন পাওয়া যাবে 'লেজেন্ড' কালার অপশনে। কোম্পানির তরফে জানানো হয়েছে এছাড়াও অন্যান্য কালারে পাওয়া যাবে এই ফোন।

আগে শোনা গিয়েছিল যে,iQoo 9T ফোনে ব্যবহার করে হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। কিছু দিন আগেই এই কোম্পানির তরফে জানানো হয়েছিল ভারতে iQoo 9T ফোন লঞ্চ করা হতে চলেছে জুলাই মাসের শেষে।

advertisement

অন্য দিকে, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে এটি অনেকটা iQoo 9 Pro-র মতোই মিড লাইফ আপগ্রেড ফোন। iQoo 9 Pro ভারতে লঞ্চ করা হয়েছে এই বছরের শুরুতেই।

আরও পড়ুন- Nothing Phone 1 কিনতে চান? কেনার কারণ পাঁচটা, তবে না কেনার দুটি কারণও ফেলনা নয়!

iQoo 9 Pro ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। এর ফলে মনে করা হচ্ছে iQoo 9T ফোনে ব্যবহার করে হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। ভারতে iQoo 9 Pro-র দাম হল ৬৪,৯৯০ টাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৩৫ ফুটের মা কালী, জেলার সবচেয়ে বড়! বারবিশার পুজো দেখতে ভিনরাজ্য থেকেও ছুটে আসেন মানুষ
আরও দেখুন

কিন্তু, রিপোর্ট অনুযায়ী ভারতে iQoo 9T ফোনের দাম এর থেকে বেশি হতে পারে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iQoo 9T: অসাধারণ ডিজাইন, দুর্দান্ত ফিচারস্! এমন ফোন হাতে থাকলে ফিরে তাকাবে লোকজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল