TRENDING:

iPhone: ওয়াটারপ্রুফ, তাও সমস্যা! কী করবেন iPhone-এ জল ঢুকলে? জানুন

Last Updated:

iPhone: এ আবার কী! আইফোন তো ওয়াটারপ্রুফ! তারপরেও স্পীকারে জল ঢুকলে সমস্যা? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  সাধারণত মনে করা হয় যে, আইফোন ওয়াটার প্রুফ হয়ে থাকে এবং জলের মধ্যে থাকলেও কাজ করতে থাকে। কিন্তু আইফোন জলে পড়লে, বৃষ্টিতে ভিজলে এবং তার মধ্যে জল পড়লে মাইক্রোফোন, স্পিকার এবং চার্জিং পোর্টে জল প্রবেশ করতে পারে। অন্যান্য ফোনের মতো সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন না হলেও পরবর্তী সময় আইফোন থেকে সেই জল বাইরে বের করার প্রয়োজন রয়েছে। আইফোনের থেকে সেই জল না বের করলে, সেটি আগের থেকে খারাপ কাজ করতে পারে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আইফোনে খুব কম সময় এবং খুব সহজেই জল বের করা সম্ভব। এর জন্য সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই হবে।
advertisement

আইওএস ডিভাইসে কোনও সমস্যা ছাড়াই খুবই কম সময়ে জল বের করার জন্য বিনামূল্যে শর্টকাট টুল প্রয়োগ করা সম্ভব। আইওএস ডিভাইসে ওয়াটার ইজেক্ট নামের একটি ফ্রি শর্টকাট টুল রয়েছে। এই টুলের মাধ্যমে আইফোনে জল লাগলেও তা ঠিক করা সম্ভব। আসলে এই টুল যখন চালানো হয় তখন সেটি কম ফ্রিকোয়েন্সির, 165Hz যুক্ত শব্দ উৎপন্ন করে, যা আইফোনের স্পিকারের থেকে জল বাইরে বের করতে সাহায্য করে।

advertisement

আরও পড়ুন: ব্রাউজার স্লো হয়ে পড়েছে? এখনই ক্যাশে-কুকিজ ক্লিয়ার করুন, জানুন কীভাবে!

গুরুত্বপূর্ণ বিষয় -

এর জন্য সবার প্রথমে নিজেদের ফোনের শর্টকাটে ওয়াটার ইজেক্ট যুক্ত করতে হবে। এই প্রক্রিয়া শুরু করার আগে সুনিশ্চিত হতে হবে যে, নিজেদের ওয়াটার ইজেক্ট সিরি শর্টকার্টের সঙ্গে যুক্ত করা রয়েছে কি না। একই সঙ্গে এই প্রক্রিয়া শুরু করার জন্য নিজেদের ডিভাইস আপডেটেড থাকতে হবে। ওয়াটার ইজেক্ট শর্টকাট আইওএস ১৩.০ এবং তার পরের আইফোনে কাজ করে থাকে।

advertisement

জল বের করার প্রক্রিয়া -

- এর জন্য সবার প্রথমে শর্টকাট অ্যাপে গিয়ে নিজেদের ডিভাইসের জল বের করার প্রক্রিয়া শুরু করার জন্য ওয়াটার ইজেক্টে ক্লিক করতে হবে।

- এরপর ড্রপ ডাউন করে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে।

- নিজেদের আইফোনে কতটা জল রয়েছে, সেই অনুযায়ী ইনটেনসিটির স্তর বেছে নিতে হবে। বেশি পরিমাণ জলের জন্য বেশি ইনটেনসিটি বাছতে হবে।

advertisement

- যে ইনটেনসিটি বেছে নেওয়া হয়েছে, সেই অনুযায়ী ফোনে ফ্রিকোয়েন্সি সাউন্ড উৎপন্ন হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

- এই প্রক্রিয়া হয়ে যাওয়ার পর শর্টকাট ডিভাইস সেই ফোনের ভলিউম ৫০ শতাংশ পর্যন্ত কম করে দেবে এবং সেই ইউজারদের নোটিফিকেশন পাঠাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone: ওয়াটারপ্রুফ, তাও সমস্যা! কী করবেন iPhone-এ জল ঢুকলে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল