TRENDING:

iOS 17-এ বানানো যাবে ইমোজি! কীভাবে তৈরি করবেন দেখে নিন

Last Updated:

iOS 17-এ এর Messages-এ এখন ইমোজি, পারসোনালাইজড স্টিকার এবং লাইভ স্টিকার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 iOS 17: Apple লঞ্চ করেছে iOS 17। এই আপডেট পাবে ২০১৮ বা তার পরের iPhone মডেলগুলি। এই আপডেটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল স্টিকার ইমোজি কাস্টোমাইজ করা। এর ফলে ব্যবহারকারী তাদের নিজেদের, পোষা প্রাণীর, শিশুর এবং আরও অনেক কিছুর ছবিই গ্রুপ চ্যাটে শেয়ার করতে পারবেন স্টিকার আকারে।
advertisement

iOS 17-এ এর Messages-এ এখন ইমোজি, পারসোনালাইজড স্টিকার এবং লাইভ স্টিকার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

দেখে নেওয়া যাক এক নজরে—

মিমোজি স্টিকার—

অনেক রকম মিমোজি স্টিকার কাস্টমাইজ করা যায়।

আরও পড়ুন: BSNL নিয়ে এল ৫০ টাকার কমে আকর্ষণীয় প্রিপেড প্ল্যান! জেনে নিন বিশদে

লাইভ স্টিকার—

advertisement

নতুন এই স্টিকার তৈরি করতে Live ট্যাবে ক্লিক করতে হবে। এটি অনেকটা GIF স্টিকারের মতো৷

ফোটো অ্যাপে স্টিকার তৈরি করা—

ফোটো অ্যাপেও স্টিকার তৈরি করা যেতে পারে।

টেক্সট এসএমএসে স্টিকার—

এসএমএস টেক্সটে স্টিকার ব্যবহার করা সম্ভব হলেও, প্রাপক তা নাও পেতে পারেন।

আরও পড়ুন: ২২টি বেআইনি অ্যাপের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জারি সরকারের! আপনার মোবাইলে নেই তো?

advertisement

iOS 17 চালিত iPhones-এ Messages-এ স্টিকার তৈরির পদ্ধতি—

১. iOS 17 চালিত iPhone-এ Messages অ্যাপ খুলতে হবে।

২. স্টিকার অ্যাক্সেস করতে, + আইকনে আলতো চাপ দিয়ে মেনু থেকে স্টিকার নির্বাচন করতে হবে।

৩. নিজের মতো স্টিকার তৈরি করতে, স্টিকার আইকনে আলতো চাপ দিয়ে নতুন স্টিকার নির্বাচন করে নিতে হবে। তারপর স্টিকারটিকে বার্তায় টেনে এনে ড্রপ করতে হবে।

advertisement

৪. আগে তৈরি করা স্টিকার ব্যবহার করতে, স্টিকার ড্রয়ারে ইমোজি বা মিমোজি আইকনে আলতো চেপে বার্তায় পাঠানোর জন্য স্টিকারটি নির্বাচন করে নিতে হবে।

৫. বার্তায় একাধিক স্টিকার স্ট্যাক করা যেতে পারে।

৬. যাঁরা এখনও কোনও স্টিকার তৈরি করেননি, তাঁরা দ্বিতীয় আইকনটি ব্যবহার করে ইমোজি বা মেমোজি স্টিকার ব্যবহার করা শুরু করতে পারেন৷

advertisement

iOS 17-এ এই স্টিকার ব্যবস্থাটি আরও উন্নত করা হয়েছে। মনের ভাব প্রকাশের জন্য আরও মজাদার পদ্ধতি ব্যবহার করার জন্যই এই কৌশল। তবে স্টিকার ব্যবহার করতে গেলে একটা অতিরিক্ত ট্যাপ করতে হবে, নতুন + আইকনে। অন্য iOS-এর থেকে এখানে iOS 17 আলাদা।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iOS 17-এ বানানো যাবে ইমোজি! কীভাবে তৈরি করবেন দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল