TRENDING:

বদলেছে পুরনো নিয়ম; মোবাইল বা ডেস্কটপে Instagram-এর প্রোফাইল পিক বদলাবেন কীভাবে? জেনে নিন

Last Updated:

এখন অবশ্য একটু নিয়ম বদলেছে প্ল্যাটফর্মের নানা আপডেটের হাত ধরে। তো, এবার কী করতে হবে, দেখে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Instagram Tips: আগে এত-শত নিয়মাকানুনের বালাই ছিল না! কিছু দিন আগে পর্যন্তও মেটা মালিকানাধীন ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার বদলানোর ব্যাপারটা ছিল "কলকেতা, রানাঘাট, ডায়মন্ড হারবার, তিব্বত"! সুকুমার রায়ের হেঁয়ালি ভেঙে বললে ইনস্টাগ্রাম খোলা, প্রোফাইল পিকচারে ক্লিক করা, নয়া ছবি আপলোড করা, সেভ মারা- ব্যস, খেল খতম!
advertisement

এখন অবশ্য একটু নিয়ম বদলেছে প্ল্যাটফর্মের নানা আপডেটের হাত ধরে। তো, এবার কী করতে হবে, দেখে নেওয়া যাক।

মোবাইল থেকে প্রোফাইল পিক বদলাতে হলে-

- সবার আগে iPhone বা Android থেকে Instagram-এ যেতে হবে

- স্ক্রিনের নিচে ডানদিকের প্রোফাইল বাটন সিলেক্ট করতে হবে

- প্রোফাইলের মধ্যে থাকবে Edit Profile, সেটায় ক্লিক করতে হবে

advertisement

- এখান থেকে এবার বেছে নিতে হবে Change Profile Photo

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

- যদি কেউ Facebook-এর প্রোফাইল পিক এখানেও রাখতে চান, তাহলে পপ-আপ মেনু থেকে ছবি ইমপোর্ট করতে হবে

- যে ছবি আপলোড করা হবে, সেটা বেছে নিতে হবে

advertisement

- ক্রপ করার জন্য বৃত্তাকার অংশে ছবিটা নিয়ে আসতে হবে

- Complete-এ ক্লিক করলেই কাজ শেষ

আর যদি ডেস্কটপ থেকে প্রোফাইল পিক বদলাতে হয়? তাহলে-

- Mac থাকলে সেখান থেকে, না হলে Windows ডেস্কটপ থেকে instagram.com ওয়েবসাইটে যেতে হবে

- লগইন করা না থাকলে ইউজারনেম আর পাসওয়ার্ড বা ফেসবুক বা জি-মেল আইডি দিয়ে লগইন করতে হবে

advertisement

- Profile অপশনে যেতে হলে পেজে যেখানে ইউজারের নাম লেখা আছে, সেই নামের ওপরে ক্লিক করতে হবে

- Profile পেজ থেকে এবার বেছে নিতে হবে Edit Profile অপশন

- ইউজারনেমের অধীনে Change Profile Photo-তে ক্লিক করতে হবে

- ডেস্কটপের ফোল্ডারে রাখা যে ছবি আপলোড করা হবে, সেটি বেছে নিতে হবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

- কয়েক সেকেন্ডের মধ্যে নির্বাচিত সেই ছবি আপলোড হয়ে যাবে এবং প্রোফাইল পিক হিসেবে সেট হয়ে যাবে

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বদলেছে পুরনো নিয়ম; মোবাইল বা ডেস্কটপে Instagram-এর প্রোফাইল পিক বদলাবেন কীভাবে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল