এখন অবশ্য একটু নিয়ম বদলেছে প্ল্যাটফর্মের নানা আপডেটের হাত ধরে। তো, এবার কী করতে হবে, দেখে নেওয়া যাক।
মোবাইল থেকে প্রোফাইল পিক বদলাতে হলে-
- সবার আগে iPhone বা Android থেকে Instagram-এ যেতে হবে
- স্ক্রিনের নিচে ডানদিকের প্রোফাইল বাটন সিলেক্ট করতে হবে
- প্রোফাইলের মধ্যে থাকবে Edit Profile, সেটায় ক্লিক করতে হবে
advertisement
- এখান থেকে এবার বেছে নিতে হবে Change Profile Photo
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
- যদি কেউ Facebook-এর প্রোফাইল পিক এখানেও রাখতে চান, তাহলে পপ-আপ মেনু থেকে ছবি ইমপোর্ট করতে হবে
- যে ছবি আপলোড করা হবে, সেটা বেছে নিতে হবে
- ক্রপ করার জন্য বৃত্তাকার অংশে ছবিটা নিয়ে আসতে হবে
- Complete-এ ক্লিক করলেই কাজ শেষ
আর যদি ডেস্কটপ থেকে প্রোফাইল পিক বদলাতে হয়? তাহলে-
- Mac থাকলে সেখান থেকে, না হলে Windows ডেস্কটপ থেকে instagram.com ওয়েবসাইটে যেতে হবে
- লগইন করা না থাকলে ইউজারনেম আর পাসওয়ার্ড বা ফেসবুক বা জি-মেল আইডি দিয়ে লগইন করতে হবে
- Profile অপশনে যেতে হলে পেজে যেখানে ইউজারের নাম লেখা আছে, সেই নামের ওপরে ক্লিক করতে হবে
- Profile পেজ থেকে এবার বেছে নিতে হবে Edit Profile অপশন
- ইউজারনেমের অধীনে Change Profile Photo-তে ক্লিক করতে হবে
- ডেস্কটপের ফোল্ডারে রাখা যে ছবি আপলোড করা হবে, সেটি বেছে নিতে হবে
- কয়েক সেকেন্ডের মধ্যে নির্বাচিত সেই ছবি আপলোড হয়ে যাবে এবং প্রোফাইল পিক হিসেবে সেট হয়ে যাবে