TRENDING:

Instagram- এ এবার গোপনে চালাতে পারবেন এই কাজ! চেষ্টা করেও ধরতে পারবে না কেউ! জানলে অবাক হবেন!

Last Updated:

Instagram: এবার আপনি না চাইলে আপনার এই বিশেষ বিষয় জানতে পারবে না কেউ! জেনে নিন কী ভাবে গোপন রাখবেন সব তথ্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  মেটা-র নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম খুবই জনপ্রিয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের ফটো, ভিডিও এবং রিল সকলের সঙ্গে শেয়ার করা যায়। চলতি বছরের গোড়ার দিকেই ইনস্টাগ্রাম একটি নয়া ফিচার এনেছে, যার মাধ্যমে ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা নিজেদের এবং অন্যান্য ব্যবহারকারীদের পোস্টের ভিউ এবং লাইক গোপন বা হাইড করতে পারেন। আসলে এই ফিচারের মাধ্যমে অন্যান্য ব্যবহারকারীদের পোস্টে লাইক এবং ভিউজের সংখ্যা লুকিয়ে দেওয়া খুবই সহজ। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement

ইনস্টাগ্রামের পোস্টে লাইক এবং ভিউয়ের সংখ্যা গোপন করার জন্য সবার প্রথমে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে। এর পর ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলের পেজের উপরের ডান দিকে পর-পর তিন-লাইনের মেন্যুতে ক্লিক করলেই আসবে সেটিংস অপশন। ওই অপশন বেছে নিতে হবে। এর পর সেখান থেকে ‘প্রিভেসি’ সেকশনে যেতে হবে। এর পর পোস্টে যেতে হবে। সেখানেই ‘হাইড লাইক এবং ভিউ কাউন্টস’ -এর বিকল্প দেখা যাবে। এর পর সেটা অন করে দিলে, অন্য ব্যবহারকারীদের পোস্টের লাইক এবং ভিউয়ের সংখ্যা দেখা যাবে না।

advertisement

এ-ছাড়াও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য অন্য একটি অপশন রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অন্য ব্যবহারকারীদের থেকে নিজেদের পোস্টের লাইক এবং ভিউয়ের সংখ্যা গোপন করে রাখতে পারেন। এ-ক্ষেত্রে অন্য ব্যবহারকারীদের থেকে নিজেদের পোস্টে লাইক এবং ভিউয়ের সংখ্যা লুকিয়ে রাখার জন্য, পোস্ট করার আগে অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করতে হবে। এর পর সেখান থেকে সেই পোস্টের ‘হাইড লাইক এবং ভিউজ কাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে।

advertisement

পুরনো পোস্টেও গোপন করা যেতে পারে লাইকের সংখ্যা:

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে বিভিন্ন ধরনের বিকল্প রয়েছে। ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা চাইলেই নিজেদের পুরনো পোস্টের লাইক এবং ভিউয়ের সংখ্যা লুকিয়ে রাখতে পারেন। ব্যবহারকারীরা এটি করতে চাইলে সবার প্রথমে সেই পোস্ট খুলতে হবে, যে পোস্টের লাইক এবং ভিউয়ের সংখ্যা ইউজাররা গোপন রাখতে চাইছেন। এর পর সেই পোস্ট ওপেন করে উপরের ডান দিকে তিনটি ডট মেন্যু অপশনে ক্লিক করতে হবে এবং 'হাইড লাইক কাউন্ট' অপশন বেছে নিতে হবে।

advertisement

আরও পড়ুন: জিম বা যোগা ক্লাসের দরকার নেই! ফোনে রাখুন এই ফিটনেস অ্যাপ! মেদ ঝরবে ঝটপট! 

ইনস্টাগ্রামে পেজ ভেরিফিকেশন ডকুমেন্ট:

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

এর মধ্যেই ভারতের লিগাল এবং প্রিভেসি বিশেষজ্ঞরা ইনস্টাগ্রামের নতুন ফিচার নিয়ে আলোচনা করেছেন। সেখানে ব্যবহারকারীদের বয়স যাচাই করার জন্য ডকুমেন্ট চাওয়া হয়েছে। ইনস্টাগ্রাম এখন তাদের ব্যবহারকারীদের বয়স ভেরিফাই করার জন্য তিনটি বিকল্প দিয়ে থাকে। এই তিনটি বিকল্প হল - আইডি আপলোড করা, একটি ভিডিও সেলফি রেকর্ড করা এবং কোনও বন্ধুকে ভেরিফাই করা। এই ফিচার ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে নিজেদের জন্মের তারিখ আপডেট করলেই এই ফিচারটি দেখা যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram- এ এবার গোপনে চালাতে পারবেন এই কাজ! চেষ্টা করেও ধরতে পারবে না কেউ! জানলে অবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল