ইনস্টাগ্রামের পোস্টে লাইক এবং ভিউয়ের সংখ্যা গোপন করার জন্য সবার প্রথমে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে। এর পর ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলের পেজের উপরের ডান দিকে পর-পর তিন-লাইনের মেন্যুতে ক্লিক করলেই আসবে সেটিংস অপশন। ওই অপশন বেছে নিতে হবে। এর পর সেখান থেকে ‘প্রিভেসি’ সেকশনে যেতে হবে। এর পর পোস্টে যেতে হবে। সেখানেই ‘হাইড লাইক এবং ভিউ কাউন্টস’ -এর বিকল্প দেখা যাবে। এর পর সেটা অন করে দিলে, অন্য ব্যবহারকারীদের পোস্টের লাইক এবং ভিউয়ের সংখ্যা দেখা যাবে না।
advertisement
এ-ছাড়াও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য অন্য একটি অপশন রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অন্য ব্যবহারকারীদের থেকে নিজেদের পোস্টের লাইক এবং ভিউয়ের সংখ্যা গোপন করে রাখতে পারেন। এ-ক্ষেত্রে অন্য ব্যবহারকারীদের থেকে নিজেদের পোস্টে লাইক এবং ভিউয়ের সংখ্যা লুকিয়ে রাখার জন্য, পোস্ট করার আগে অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করতে হবে। এর পর সেখান থেকে সেই পোস্টের ‘হাইড লাইক এবং ভিউজ কাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে।
পুরনো পোস্টেও গোপন করা যেতে পারে লাইকের সংখ্যা:
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে বিভিন্ন ধরনের বিকল্প রয়েছে। ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা চাইলেই নিজেদের পুরনো পোস্টের লাইক এবং ভিউয়ের সংখ্যা লুকিয়ে রাখতে পারেন। ব্যবহারকারীরা এটি করতে চাইলে সবার প্রথমে সেই পোস্ট খুলতে হবে, যে পোস্টের লাইক এবং ভিউয়ের সংখ্যা ইউজাররা গোপন রাখতে চাইছেন। এর পর সেই পোস্ট ওপেন করে উপরের ডান দিকে তিনটি ডট মেন্যু অপশনে ক্লিক করতে হবে এবং 'হাইড লাইক কাউন্ট' অপশন বেছে নিতে হবে।
আরও পড়ুন: জিম বা যোগা ক্লাসের দরকার নেই! ফোনে রাখুন এই ফিটনেস অ্যাপ! মেদ ঝরবে ঝটপট!
ইনস্টাগ্রামে পেজ ভেরিফিকেশন ডকুমেন্ট:
এর মধ্যেই ভারতের লিগাল এবং প্রিভেসি বিশেষজ্ঞরা ইনস্টাগ্রামের নতুন ফিচার নিয়ে আলোচনা করেছেন। সেখানে ব্যবহারকারীদের বয়স যাচাই করার জন্য ডকুমেন্ট চাওয়া হয়েছে। ইনস্টাগ্রাম এখন তাদের ব্যবহারকারীদের বয়স ভেরিফাই করার জন্য তিনটি বিকল্প দিয়ে থাকে। এই তিনটি বিকল্প হল - আইডি আপলোড করা, একটি ভিডিও সেলফি রেকর্ড করা এবং কোনও বন্ধুকে ভেরিফাই করা। এই ফিচার ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে নিজেদের জন্মের তারিখ আপডেট করলেই এই ফিচারটি দেখা যাবে।