TRENDING:

প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা বাড়ছে ভারতে! বাজেট ফোন কি এবার শেষের মুখে?

Last Updated:

Premium Smartphones: স্মার্টফোন কোম্পানিগুলি পুরনো ফিচারের স্মার্টফোনের ক্ষেত্রেও দাম কম করে ৫ থেকে ৬ হাজার টাকা বৃদ্ধি করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নতুন বছর শুরু হতে আর হাতে গোনা কয়েকটি মাত্র দিন বাকি। পুরনো বছরের শেষে দাঁড়িয়ে এখন বাজারে তোড়জোর চলছে পুরনো ট্রেন্ড ফিরে দেখার। এই বছরে স্মার্টফোনের বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বহু প্রতীক্ষিত ৫জি-র লঞ্চ। এর পরেই বাজারে হু-হু করে বেড়েছে ৫জি স্মার্টফোনের সংখ্যা।
advertisement

বিশেষ করে গ্রাহকদের জন্য ৫জি লঞ্চের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ৫জি লঞ্চের অনিশ্চয়তার কথা মাথায় রেখেই অনেক গ্রাহকদের শুধুমাত্র ভবিষ্যতের সুবিধের জন্য অত্যন্ত চড়া দামে ৫জি স্মার্টফোন কিনতে হয়েছে।

আরও পড়ুন- টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

ভারতে লাগাতার বাড়তে থাকা স্মার্টফোনের দাম, মাঝারি দামের স্মার্টফোনের আমদানি এই সব কিছু নিয়েই এই বছরের মার্কেট ট্রেন্ড ধরার চেষ্টা করেছেন বিশেষজ্ঞরা।

advertisement

৪জি ও ৫জি স্মার্টফোনের ফিচার নিয়ে খানিকটা পড়াশোনা করলেই এর পার্থক্যগুলি সহজেই ধরা পড়বে। প্রথমে ৫জির বিজ্ঞাপন নেহাতই মার্কেটিংয়ের অঙ্গ হিসাবে শুরু হলেও ধীরে ধীরে কিন্তু গ্রাহকরাও আপগ্রেডেড স্মার্টফোনে আগ্রহ দেখাতে শুরু করে।

বিশেষ করে মার্কেট অ্যানালিস্টরা প্রথম প্রথম ৫জি স্মার্টফোনের বিক্রয়ে চাহিদার কথা জানালে ক্রমগাতই এর বাজারগত মূল্যও বাড়তে থাকে।

advertisement

সাধারণত ভারতের মতো বৃহৎ গ্রাহকসংখ্যার বাজারে স্মার্টফোন বাজেটের গড় অঙ্কটা ১২ হাজারের কাছাকাছি। তবে এই বছর আগের রেকর্ড ভেঙে স্মার্টফোন ক্রয়ের গড় বাজেট প্রায় ২০ হাজার ছুঁইছুঁই।

বাজারগত চরিত্রের দিক থেকে বিশেষ করে ভারতের মতো দেশে একে অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।

স্মার্টফোন কোম্পানিগুলি পুরনো ফিচারের স্মার্টফোনের ক্ষেত্রেও দাম কম করে ৫ থেকে ৬ হাজার টাকা বৃদ্ধি করেছে। ফলে স্মার্টফোনের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে প্রাথমিক ভাবে তেমন কিছু করার নেই।

advertisement

ভারতে বিক্রি হওয়া বেশিরভাগ স্মার্টফোন আমাদের দেশেই তৈরি হয়। তবে এর জন্য প্রয়োজনীয় উপদান বিদেশ থেকে ক্রয় করা হয়, ফলে রফতানিমুল্যের অতিরিক্ত কর চাপাতে হচ্ছে গ্রাহকদের ওপর। ভারতীয় টাকার মুল্য বৃদ্ধিও এর জন্য খানিকটা দায়ী।

আরও পড়ুন- বছর শেষ হওয়ার আগেই ঘরে আনুন মনপসন্দ স্মার্ট টিভি! নামমাত্র দামে মিলছে এই সেলে

advertisement

তবে শুধুমাত্র স্মার্টফোনের দামই নয়, এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্মার্টফোন গ্রাহকের সংখ্যা। বিভিন্ন সোশ্যাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলিতে খোলা বাজারের তুলনায় আইফোনের দাম কম থাকায় বিক্রয়ের সংখ্যা ক্রমবর্ধমান। এতে কিন্তু অনেকটা পরিমাণে অ্যান্ড্রয়েডের বিক্রয়ের ওপরেও প্রভাব পড়েছে।

আইকিউওও ইন্ডিয়ার সিইও নিপুন মারিয়া সম্প্রতি জানিয়েছেন যে, ভারতে ৫০ থেকে ৬০ হাজার টাকার স্মার্টফোনের বাজার গত ১২ থেকে ২৪ মাসে আশাতিরিক্ত বেড়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্যান্য ব্র্যান্ডগুলিও একই রকম প্রভাব দেখতে পারছে। ভারতের বাজারের কথা মাথায় রেখে তাই বলা যায় যে, ২০২৩ সালে ব্যাপক ভাবে ৫জি স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পেতে চলেছে এবং তাদের দামও সম্ভবত খুব একটা কম হবে না।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা বাড়ছে ভারতে! বাজেট ফোন কি এবার শেষের মুখে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল