গুগল মিটের এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট আনা হয়েছে, ভিডিও কলের সময়ে আলোর সমস্যা দুর করার জন্য। এর সাহায্যে ভিডিও কলের সময় পুওর লাইটিংয়ের (Poor Lighting) সমস্যার সমাধান হবে। ভিডিও কলের সময় কোনও ইউজাররের আলোর ব্রাইটনেস (Brightness) কম থাকলে, এই ফিচারের মাধ্যমে নিজে থেকেই সেটি ঠিক হয়ে যাবে। এর ফলে ভিডিও কলের সময়ে কম আলো, আলোর উজ্জ্বলতা, ভিজিবিলিটি (Visibility) এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। গুগল ওয়ার্কস্পেস (Google Workspace), জি স্যুট বেসিক (G Suite Basic) এবং বিজনেস কাস্টমাররা (Business Customers) এই নতুন ফিচারের সুবিধা পাবেন।
advertisement
গুগল মিটের এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট ব্যাবহার করার জন্য প্রথমেই মোর (More) অপশনে ক্লিক করতে হবে, তার পর সেটিংসে (Settings) গিয়ে ভিডিও (Video) অপশন ক্লিক করতে হবে। এবার সেখানে থাকা অ্যাডজাস্ট ভিডিও লাইটিং (Adjust Video Lighting)-এ ক্লিক করতে হবে। ভিডিও লাইট অ্যাডজাস্টমেন্ট অন করা হলেই গুগল মিট পুওর লাইটিংয়ের সমস্যার সমাধান করতে শুরু করবে। ভিডিও কলের সময়ে নিজে থকেই ডিভাইজের ব্রাইটনেস বেড়ে ভিজিবিলিটি ঠিক হয়ে যাবে।
আরও পড়ুন WhatsApp Pay ব্যবহারকারীদের জন্য ভাল খবর! টাকা পাঠালেই পাবেন ক্যাশব্যাক
সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে গুগল মিটের এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট চালু করা হয়েছে। এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করার জন্য ৬৪ বিটের অপারেটিং সিস্টেমের প্রয়োজন। এই ফিচারটির ব্যবহারের ফলে নিজেদের সিস্টেম কিছুটা ধীর হলেও হতে পারে। গুগল মিটের এই নতুন ফিচারের ফলে ভিডিও কলের সময়ে আলোর সমস্যা দূর হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সেটা আপ অ্যাডজাস্টও হয়ে যাবে। এর ফলে নিজে থেকে কিছু করার আর দরকার পড়বে না।