WhatsApp Pay ব্যবহারকারীদের জন্য ভাল খবর! টাকা পাঠালেই পাবেন ক্যাশব্যাক
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp Pay তাদের পেমেন্ট ফিচারটিকে জনপ্রিয় করার জন্য, এবার চালু করতে চলেছে ক্যাশব্যাকের সুবিধা।
জনপ্রিয় অনলাইন পেমেন্ট অ্যাপ Google Pay-কে টেক্কা দিতে WhatsApp-এর নতুন চমক। এখন থেকে WhatsApp-এর মাধ্যমেই পেমেন্ট পাঠিয়ে পাওয়া যাবে আকর্ষণীয় ক্যাশব্যাক কুপনস (Cashbacks Coupons)। WhatsApp ২০১৮ সালে তাদের ইউপিআই (UPI) পেমেন্ট লঞ্চ করলেও, ইউজাররা আগের বছর থেকে WhatsApp পেমেন্ট ব্যবহার করতে পারছেন।
advertisement
Facebook-এর এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp এই পেমেন্ট ফিচার চালু করলেও, ভারতে তা এখনও বিশেষ জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তাই এই পেমেন্ট ফিচারটিকে জনপ্রিয় করার জন্য WhatsApp-এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। Google-এর পেমেন্ট অ্যাপ Google Pay ইতিমধ্যেই ভারতে বেশ জনপ্রিয়। এই পেমেন্ট অ্যাপটিতে রয়েছে নানা ধরনের ফিচার। এর ইউজাররা অনেক আগে থেকেই ক্যাশব্যাকের মতো সুবিধা পেয়ে আসছেন। ভারতে WhatsApp তাদের পেমেন্ট ফিচারটিকে জনপ্রিয় করার জন্য, এবার চালু করতে চলেছে ক্যাশব্যাকের সুবিধা। এর ফলে WhatsApp পেমেন্ট ইউজাররাও ক্যাশব্যাক কুপনের সুবিধা পাবেন।
advertisement
WhatsApp ট্র্যাকার WABetainfo-এর রিপোর্ট অনুযায়ী ভারতে WhatsApp-এর মাধ্যমে ইউপিআই পেমেন্টে খুব শীঘ্রই ক্যাশব্যাকের সুবিধা চালু হতে চলেছে। এই রিপোর্টে বলা হয়েছে, এটি নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। তাই এখনই কেউ এর সুবিধা পাবেন না। ভারতে এই ক্যাশব্যাকের সুবিধা শুধুমাত্র লিমিটেড ইউজাররাই পাবেন। WhatsApp পেমেন্টের মাধ্যমে ১০ টাকা বা তার বেশি লেনদেন হলেই এই ক্যাশব্যাক কুপনের সুবিধা পাওয়া যাবে।
advertisement
WhatsApp ট্র্যাকারWABetainfo-এর রিপোর্টে একটি স্ক্রিনশটৃ শেয়ার করে দেখানো হয়েছে WhatsApp পেমেন্টের মাধ্যমে কী ভাবে এই ক্যাশব্যাক কুপনের সুবিধা পাওয়া যাবে। WhatsApp-এ একটি নতুন গিফট আইকন (Gift icon) রয়েছে, সেখানে একটি মেসেজ রয়েছে- গেট ক্যাশব্যাক অন ইয়োর নেক্সট পেমেন্ট (Get Cashback On Your Next Payment) এবং ট্যাপ টু গেট স্টারটেড (Tap To Get Started)। এভাবেই WhatsApp পেমেন্টের মাধ্যমে এই ক্যাশব্যাক কুপনের সুবিধা পাওয়া যাবে।
advertisement