এক্ষেত্রে ইউজাররা কী লিখতে চাইছে সেটি ঠিক মতো না বুঝেই সেটি কারেকশন করা হয়। সেটি অটোকারেক্ট ফিচারের মাধ্যমে করা হয় বলে, অনেক সময়ই সেটি বেশি করে জটিলতার সৃষ্টি করে। এই কারণে ইউজারদের সুবিধার জন্য অফ করে রাখা উচিত অটোকারেক্ট ফিচার। এর ফলে ইউজারদের টেক্সট করার ক্ষেত্রে অযথা বেশি জটিলতার মধ্যে পড়তে হবে না।
advertisement
আরও পড়ুন- শুভ ধনতেরাস ! বাড়িতে বসেই প্রিয়জনদের পাঠান শুভেচ্ছা
যে সব ইউজার সব ধরনের টেক্সটের ব্যবহারের জন্য গুগল জিবোর্ড (Google Gboard) এবং আইওএস ডিফল্ট কিবোর্ড (iOS Default Keyboard) ব্যবহার করে, তাদের সুবিধার জন্য অটোকারেক্ট ফিচার অফ করে রাখা উচিত। এক নজরে দেখে নেওয়া যাক অটোকারেক্ট ফিচার বন্ধ করার উপায়-
আরও পড়ুন- রিলায়েন্সের দীপাবলির উপহারJioPhone Next,এই ফোন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জানুন
অ্যান্ড্রয়েড (Android) ফোনে অটোকারেক্ট ফিচার বন্ধ করার উপায়-
স্টেপ ১ - প্রথমেই জিবোর্ড কিবোর্ডের (Gboard keyword) মাধ্যমে খুলতে হবে গুগল সার্চ বার (Google Search Bar) অথবা অন্য কোনও টেক্সট বক্স।
স্টেপ ২ - এর পর কিবোর্ডের টপ বারে (The Gear Icon) থাকা সেটিং (Setting) অপশন সিলেক্ট করতে হবে।
স্টেপ ৩ - এর পর সেটিং মেনু ওপেন হওয়ার পর, সেখানে ওপরের দিকে দেখা যাবে টেক্সট কারেকশন (Text Correction) অপশন।
স্টেপ ৪ - এর পর সেখানেই দেখা যাবে অটো-কারেকশন (Auto-Correction) অপশন। সেটি অন করতে হবে।
স্টেপ ৫ - সেটি অন করার পরেও নিজেদের কিবোর্ডে সাজেশন অপশন দেখা যাবে, কিন্তু এবার থেকে অটোমেটিক্যালি সেই শব্দ রিপ্লেস হয়ে যাবে না।
আইফোনে (iPhone) অটোকারেক্ট ফিচার বন্ধ করার উপায়-
স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে সেটিং মেনু।
স্টেপ ২ - এর পর ওপরে থাকা জেনারেল ট্যাব খুলতে হবে।
স্টেপ ৩ - এর পর স্ক্রল ডাউন করে কিবোর্ড বাছতে হবে।
স্টেপ ৪ - এর পর সেখানে থাকা অটো-কারেকশন অপশন অন করতে হবে। এর পর সেই টুলে গিয়ে সেটি সুইচ অফ করতে হবে।