যে সকল ইউজার তাদের মেসেজ সুরক্ষিত রাখতে চায় তারা ব্যবহার করতে পারে Telegram-এর সিক্রেট চ্যাট ফিচার। কারণ এর মাধ্যমে ইউজার নিজেদের মেসেজ সুরক্ষিত রাখতে পারবে। Telegram এর এই সিক্রেট চ্যাট ফিচারের মাধ্যমে সবাইকে মেসেজ পাঠানো সম্ভব নয়। এই ক্ষেত্রে একজন ইউজারকে বেছে নিয়ে ব্যবহার করতে হবে সিক্রেট চ্যাট অপশন। এক নজরে দেখে নেোয়া যাক এটি ব্যবহার করার উপায়।
advertisement
Telegram সিক্রেট চ্যাট শুরু করার উপায় -
স্টেপ ১ -
নিজেদের স্মার্টফোনে প্রথমেই ডাউনলোড করতে হবে Telegram অ্যাপ। অ্যান্ড্রয়েড ফোনের ইউজারদের Telegram অ্যাপ ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। আইফোন ইউজারদের Telegram অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপল অ্যাপ স্টোর থেকে।
স্টেপ ২ -
এরপর নিজেদের ফোনে ওপেন করতে হবে Telegram অ্যাপ এবং ক্রিয়েট করতে হবে নিজেদের একটি অ্যাকাউন্ট।
স্টেপ ৩ -
এরপর প্রথমে বেছে নিতে হবে সেই ইউজারের প্রোফাইল, যার সঙ্গে যোগাযোগ করা দরকার। এরপর সেই ইউজারের প্রোফাইল ওপেন করতে হবে। এরপর সেখানে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে।
আরও পড়ুন: ফেসবুক তো সাবেকি, দেশি এই সোশ্যাল অ্যাপগুলোর কথা জানেন কি?
স্টেপ ৪ -
এরপর সিলেক্ট করতে হবে স্টার্ট সিক্রেট চ্যাট।
স্টেপ ৫ -
এক্ষেত্রে মনে রাখা দরকার যে Telegram সিক্রেট চ্যাট হল ডিভাইস স্পেসিফিক। এর ফলে নিজেদের বন্ধু বা যার সঙ্গে সিক্রেট চ্যাট শুরু করা হবে, সেটি যে ডিভাইস থেকে শুরু করা হয়েছে শুধু সেই ডিভাইসেই দেখা যাবে। এর ফলে সেখান থেকে একবার লগআউট করলে নিজেদের সব সিক্রেট চ্যাট হারিয়ে যাবে। এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে কেউ যদি অনেকগুলি সিক্রেট চ্যাট অপশন খুলে রাখে তাহলে সেই ক্ষেত্রেও একই হবে।