TRENDING:

সুরক্ষিত রাখুন আধার কার্ড! অপব্যবহার হচ্ছে কি না, অনলাইনে চেক করুন 'এভাবে'

Last Updated:

Aadhaar Card: চুরি যাওয়া বা ক্ষতির ক্ষেত্রে আধার বিবরণ রক্ষা করা এবং অপব্যবহারের জন্য নজরদারি অপরিহার্য হয়ে ওঠে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আধার কার্ড ভারতের বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয় এবং ঠিকানা প্রমাণ হিসাবে কাজ করে। সরকারি স্কিম, টেলিযোগাযোগ এবং ব্যাঙ্কিং-সহ বিভিন্ন পরিষেবা অ্যাক্সেস করার জন্য এই ১২-সংখ্যার নম্বরটি প্রয়োজনীয়। চুরি যাওয়া বা ক্ষতির ক্ষেত্রে আধার বিবরণ রক্ষা করা এবং অপব্যবহারের জন্য নজরদারি অপরিহার্য হয়ে ওঠে।
advertisement

অনলাইনে আধার কার্ডের অপব্যবহার পরীক্ষা করার উপায়:

১. myAadhaar পোর্টাল – অফিসিয়াল myAadhaar ওয়েবসাইটে যেতে হবে।

২. লগ ইন – আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে। তারপর ‘Login With OTP’ অপশন সিলেক্ট করতে হবে।

৩. OTP যাচাই – নিজেদের রেজিস্টার মোবাইল নম্বরে পাঠানো OTP দিতে হবে এবং ‘Login’ অপশনে ক্লিক করতে হবে।

advertisement

৪. প্রমাণীকরণের ইতিহাস – ‘Authentication History’ সিলেক্ট করতে হবে এবং পর্যালোচনা করার জন্য একটি তারিখ বেছে নিতে হবে। এরপর UIDAI ওয়েবসাইটে কোনও সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করতে হবে।

আরও পড়ুন- বাজার কাঁপাতে আসছে OnePlus 13, দুর্দান্ত ক্যামেরা-শক্তিশালী ব্যাটারি, দাম কত?

অনলাইনে আধার কার্ড বায়োমেট্রিক্স লক করার উপায়:

১. myAadhaar পোর্টাল – myAadhaar ওয়েবসাইটে যেতে হবে।

advertisement

২. আধার লক – আধার লক/আনলক-এ ক্লিক করতে হবে। নির্দেশিকা পড়তে হবে এবং এগিয়ে যেতে হবে।

৩. বিস্তারিত বিবরণ – নিজেদের ভার্চুয়াল আইডি, পুরো নাম, পিনকোড এবং ক্যাপচা দিতে হবে। এরপর ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে।

৪. সম্পূর্ণ লকিং প্রক্রিয়া – প্রাপ্ত ওটিপি লিখতে হবে এবং নিজেদের আধার কার্ড লক করতে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।

advertisement

আরও পড়ুন- নিশীথ সূর্যের দেশ নয়, মার্কিন কোম্পানি এবার ঘন কালো অন্ধকার রাতে বেচবে রোদ

অনলাইনে আধার অপব্যবহারের রিপোর্ট করার উপায়:

কারও যদি নিজেদের আধার কার্ডের অপব্যবহারের বিষয়ে সন্দেহ হয়, তাহলে ১৯৪৭ নম্বরে কল করে, help@uidai.gov.in-এ ইমেল করে বা UIDAI ওয়েবসাইটে অভিযোগ করে এই বিষয়ে রিপোর্ট করতে পারে।

advertisement

আধার কার্ড ফটোকপির অপব্যবহার রোধ করার উপায়:

ফটোকপি:

আধার কার্ডের ফটোকপিতে স্বাক্ষর করতে হবে এবং উদ্দেশ্য, তারিখ ও সময়ের উল্লেখ করতে হবে।

মাস্কড আধার ব্যবহার:

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

একটি মুখোশযুক্ত আধার কার্ড ব্যবহার করতে হবে। যেখানে প্রথম ৮টি সংখ্যা লুকানো থাকে। এটি পেতে myAadhaar পোর্টালে যেতে হবে এবং ‘Download Aadhaar’ অপশন সিলেক্ট করতে হবে। এরপর ‘Do you want a masked Aadhaar?’ অপশন সিলেক্ট করতে হবে এবং ডকুমেন্ট ডাউনলোড করতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সুরক্ষিত রাখুন আধার কার্ড! অপব্যবহার হচ্ছে কি না, অনলাইনে চেক করুন 'এভাবে'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল