TRENDING:

কম্পিউটার, স্মার্টফোন থেকে ফাইল স্টোর করা যায়, কী ভাবে ব্যবহার করতে হবে Google Drive?

Last Updated:

Google Drive-এর ক্লাউড স্টোরেজ সার্ভিসের সুবিধা পাওয়ার জন্য সবার আগে জিমেলে (Gmail) একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: Google Drive-এর ক্লাউড স্টোরেজ সার্ভিস (Cloud Storage Service) সব থেকে বেশি ব্যবহার করা হয়। এর মাধ্যমে আপলোড এবং বিভিন্ন ফাইল অ্যাকসেস করা যায় ফোন, ট্যাবলেট এবং কম্পিউটারে। এটি প্রায় সমস্ত মডার্ন অ্যান্ড্রয়েড ফোনেই প্রিইনস্টলড করা থাকে।
advertisement

এই ক্লাউড স্টোরেজের মাধ্যমে গুরুত্বপূর্ণ সব নথি, ফাইল, তথ্য স্টোর করে রাখা যায়। এর ফলে সেই সকল ফাইলগুলো সুরক্ষিত থাকে। ভুলবশত নিজেদের সিস্টেম থেকে সেগুলো ডিলিট করে দিলে এবং হার্ড ডিস্ক ড্যামেজ হলেও সেই ফাইলগুলো Google Drive-এর ক্লাউড স্টোরেজে সুরক্ষিত থাকে। Google Drive-এর ক্লাউড স্টোরেজ সার্ভিসের সুবিধা পাওয়ার জন্য সবার আগে জিমেলে (Gmail) একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

advertisement

আরও পড়ুন Google-এ সার্চ করা যাচ্ছে না? এই ব্রাউজারের ব্যবহার এবার বন্ধ করতে হবে!

Google সম্প্রতি তাদের গুগল ফটো (Google Photo) এবং ডেটার ক্ষেত্রে ফ্রি স্টোরেজ রিমুভ করে দিয়েছে। সমস্ত গুগল সার্ভিসের ক্ষেত্রে এখন ক্লাউড স্টোরেজ ড্রাইভে এগুলো স্টোর করা যাবে। এক্ষেত্রে ইউজাররা তাদের এক একটি গুগল অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজের সুবিধা পাবে। বেশি স্টোরেজের সুবিধা পাওয়ার জন্য নিতে হবে মেম্বারশিপ। নিজেদের কম্পিউটারে গুগল ড্রাইভ আপলোড করার কয়েকটি সহজ পদ্ধতি তাই দেখে নেওয়া যাক-

advertisement

স্টেপ ১ - প্রথমেই এন্টার করতে হবে drive.google.com। এবার দেখে নিতে হবে যে সঠিক গুগল অ্যাকাউন্টে সাইন ইন হয়েছে কি না। এর পর ডানদিকের ওপরে থাকা প্রোফাইল ইমেজে ক্লিক করতে হবে। এর পর ব্রাউজার উইন্ডোর বাঁদিকে থাকা মাই ড্রাইভে (My Drive) ক্লিক করতে হবে।

স্টেপ ২ - এবার ফাইল বেছে নিয়ে উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের (Windows File Explorer) ড্রাইভে আপলোড করতে হবে।

advertisement

স্টেপ ৩ - এর পর সেই ফাইলটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে।

নিজেদের ফোনে গুগল ড্রাইভ অ্যাপ ইন্সটল করার পদ্ধতি

স্টেপ ১ - গুগল ড্রাইভ লঞ্চ করে তার প্লাস (Plus) সিম্বলে ক্লিক করতে হবে, যেটি ডানদিকে নিচে রয়েছে।

স্টেপ ২ - ওপরের আপলোড (Upload) অপশনের মাধ্যমে ইউজাররা তাদের ফোনের বিভিন্ন ধরনের ফাইল যোগ করতে পারবে।

advertisement

স্টেপ ৩ - এর পর ফাইল সিলেকশন করে সেই ফাইলটি প্রেস এবং হোল্ড করে রাখতে হবে। নিজেদের পছন্দমতো ফাইল বেছে আপলোড করা যাবে। এর পর ওপরের ডানদিকের কোণে থাকা ডান (Done) বাটনে ক্লিক করলেই সেটি আপলোড হয়ে যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কম্পিউটার, স্মার্টফোন থেকে ফাইল স্টোর করা যায়, কী ভাবে ব্যবহার করতে হবে Google Drive?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল