সবার প্রথমেই জেনে রাখা দরকার যে, ফেসবুক ডেটিং পোর্টাল সম্পূর্ণ ভাবে সুরক্ষিত এবং নিরাপদ একটি ডেটিং পোর্টাল। সবথেকে ভাল কথা হল ফেসবুক ডেটিং পোর্টালে ইউজারদের প্রোফাইল(Facebook Dating) থাকলেও, ফেসবুকে কোনও ধরনের পোস্ট এবং নিউজ ফিড পাঠানো হয় না এবং নোটিফিকেশনও পাঠানো হয় না। ইউজারদের ফেসবুক ডেটিং প্রোফাইল সংক্রান্ত কোনও ধরনের তথ্য সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকে শেয়ার করা হয় না। ফেসবুক ডেটিং পোর্টালে ইউজারদের সমস্ত তথ্য, ডেটিং মেসেজ, ইউজার লাইক এবং ম্যাচিং সব কিছুই প্রাইভেট রাখা হয়।
advertisement
আরও পড়ুন: বাড়িতে মেক-আপ আর্টিস্ট ডেকে সাজলেন রানু মণ্ডল ! দেখুন কি দশা হল তাঁর
একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ফেসবুক ডেটিং পোর্টালের চ্যাট এবং ফেসবুক মেসেঞ্জারের চ্যাট কোনও সময় মিক্সড হওয়ার সম্ভাবনা নেই। কারণ এই দু'টিই আলাদা ভাবে চালানো হয়। নিজেদের ফেসবুক প্রোফাইলের সঙ্গে এটি কখনও মিক্সড হওয়ার সম্ভাবনা নেই। ফেসবুক (Facebook Dating)ডেটিং হল ফেসবুক প্রোফাইলের সাবসেট। তাই যে কোনও সময়ে ফেসবুক ডেটিং প্রোফাইল ডিলিট করে দেওয়া যায় এবং একই সঙ্গে ব্যবহার করা যায় নিজেদের ফেসবুক প্রোফাইল। এর ফলে ফেসবুক ডেটিং প্রোফাইল নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই।
আরও পড়ুন: ভুবনের কাঁচা বাদাম গানে নাচলেন উরফি জাভেদ ! শরীরে প্রায় কিছুই নেই ! ভাইরাল ভিডিও
ফেসবুক ডেটিং প্রোফাইলের ক্ষেত্রে একটি বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে যে, যদি নিজেদের কোনও ফেসবুকের বন্ধুর সঙ্গে নিজেদের প্রোফাইল ম্যাচ করে যায় তাহলে সেই বন্ধু তখন নিজেদের ফেসবুক ডেটিং প্রোফাইল দেখতে পারবে। সেই বন্ধুরও ফেসবুক ডেটিং(Facebook Dating) প্রোফাইলে নিজের একটি প্রোফাইল যদি থাকে এবং তার সঙ্গে নিজেদের ফেসবুক ডেটিং প্রোফাইল ম্যাচ হলেই সেই বন্ধু নিজেদের ফেসবুক ডেটিং প্রোফাইল সম্বন্ধে জানতে পারবে। এই একটি মাত্র বিষয়ে সতর্ক হওয়া ছাড়া খুব সহজেই ব্যবহার করা সম্ভব ফেসবুক ডেটিং পোর্টাল। এই বিষয়ে অযথা ভয় পাওয়ার কোনও দরকার নেই।
