TRENDING:

Bajaj, Hero, Royal Enfield! ২০২৩ সালে সব থেকে বেশি মোটরসাইকেল বিক্রি হয়েছে কার?

Last Updated:

Hero MotoCorp গত মঙ্গলবার জানিয়েছে, ২০২৩ সালে তাদের বিক্রি বেড়েছে অনেকখানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতে বাড়ছে গাড়ির বিক্রি। এই সংক্রান্ত তথ্য আগেই হাতে এসেছে। ছোট বা বড় চারচাকা গাড়ির পাশাপাশি মোটরবাইক বা স্কুটারের বিক্রিও বাড়ছে।
advertisement

আসলে এখন সকলেই চান নিজের মতো করে ঘুরে বেড়াতে। সাধ্য অনুযায়ী অন্তত একটা মোটর বাইক নিজের ঘরে রাখতে চান। রাস্তাঘাটের উন্নতি হওয়ার ফলে যেকোনও জায়গায় যাতায়াতের সুবিধাও বেড়েছে। তাই ক্রমাগত বাড়ছে ব্যক্তিগত যান ক্রয়ের পরিমাণ।

টু-হুইলার নির্মাতা Hero MotoCorp গত মঙ্গলবার জানিয়েছে, ২০২৩ সালে তাদের বিক্রি বেড়েছে অনেকখানি। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে Hero MotoCorp-এর মোট বিক্রয় হয়েছে ৫৪.৯৯ লক্ষ ইউনিট।

advertisement

আরও পড়ুন- যে কোনও চার্জার ব্যবহার করেন? নিজের মোবাইলের কেমন সর্বনাশ করছেন শুনুন

আগের বছরের বিক্রয়ের তুলনায় যা শতকরা প্রায় ৫ শতাংশ বেশি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই হিসেব বলছে, পূর্ববর্তী বছরে সংস্থার ৫২.৪৭ লক্ষ ইউনিট টু-হুইলার বিক্রি হয়েছিল।

সংস্থার দেওয়া হিসেব অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর মাসে মোট বিক্রয় হয়েছিল ৩,৯৩,৯৫২ ইউনিট। নভেম্বর মাসের তুলনায় তা সামান্য হ্রাস পেয়ছিল। ওই মাসে এই বিক্রি ছিল ৩,৯৪,১৭৯ ইউনিট।

advertisement

Hero MotoCorp-এর তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে মোটর বাইকের বিক্রি দাঁড়িয়েছে ৩,৫৪,৬৫৮ ইউনিটে। গত বছরের তুলনায় একটু কম। পূর্ববর্তী বছরে এই সময় মোটর বাইক বিক্রি হয়েছিল ৩,৫৬,৭৪৯ ইউনিট।

মোটর বাইকের বিক্রি সামান্য কমলেও একই সময়ে বেড়েছে স্কুটারের বিক্রি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্কুটার বিক্রি হয়েছিল ৩৯,২৯৪ ইউনিট। কিন্তু ঠিক এক বছর আগ ওই মাসে স্কুটারের বিক্রি ছিল ৩৭,৪৩০ ইউনিট।

advertisement

আরও পড়ুন-ইয়ার বাডে এই ছোট ছিদ্র কেন থাকে? আপনি যে কারণটা জানেন, সেটা কি ঠিক?

এটুকুই সব নয়। সংস্থার তরফে আশা প্রকাশ করা হয়েছে আগামী দিনে আরও খানিকটা বাড়তে পারে টু-হুইলারের বিক্রয়। সংস্থার দাবি, সরকারি ব্যয় এবং হাতে অর্থের জোগান থাকায় গাড়ি কেনার ক্ষেত্রে মানুষের উৎসাহ বাড়তে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশেড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

সেক্ষেত্রে বাড়তি অক্সিজেন জোগাতে পারে বিবাহ মরশুম। তাই চতুর্থ ত্রৈমাসিক থেকে যান বিক্রয়ের ক্ষেত্রে আরও ইতিবাচক গতি আশা করছে সংস্থাটি।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Bajaj, Hero, Royal Enfield! ২০২৩ সালে সব থেকে বেশি মোটরসাইকেল বিক্রি হয়েছে কার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল