TRENDING:

বাজার কাঁপাবে Hero Mavrick 440! এই বাইকের দাম কত? দেখতে কিন্তু দারুণ

Last Updated:

Hero Mavrick 440: কয়েক বছর আগেই গাঁটছড়া বাঁধে হিরো মোটোকর্প আর হার্লে ডেভিডসন। জানানো হয়, একসঙ্গে নতুন মোটরসাইকেল বানাবে তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কয়েক বছর আগেই গাঁটছড়া বাঁধে হিরো মোটোকর্প আর হার্লে ডেভিডসন। জানানো হয়, একসঙ্গে নতুন মোটরসাইকেল বানাবে তারা। এরপর প্রথমে ‘হার্লে ডেভিডসন এক্স ৪৪০’ সামনে আসে।
advertisement

এবার এল হিরো মোটোকর্পের নতুন বাইক। এর নাম দেওয়া হয়েছে ‘Mavrick’। এটাই হিরো মোটোকর্প লাইনআপের নতুন ফ্ল্যাগশিপ বাইক হতে চলেছে।

Hero Mavrick 440 বনাম Harley-Davidson X440 – ইঞ্জিন এবং গিয়ারবক্স: দুটি বাইকেই ৪০০সিসি-র এয়ার অয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ৬০০০ আরপিএম-এ ২৭ বিএইচপি সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে। সর্বোচ্চ টর্ক আউটপুট ৪০০০ আরপিএম।

advertisement

আরও পড়ুন- মেয়েদের জন্য সেরা স্কুটি কোনটা জানেন? ভারতের বাজারে হিট, দামও কম

তবে হার্লে ডেভিডসনের ক্ষমতা Mavrick-এর চেয়ে ২এনএম বেশি। জানা যাচ্ছে, X440-র টর্ক আউটপুট ৩৮ এনএম। সেখানে হিরো Mavrick 440 ৩৬ এনএম পিক টর্ক উৎপন্ন করছে। এছাড়া দুটি বাইকেই রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। এবং স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ’।

advertisement

Hero Mavrick 440 বনাম Harley-Davidson X440 – সাসপেনশন: Harley-Davidson X440-এ সামনে 43mm KYB আপ-সাইড ডাউন ফর্কের সেট সহ ৭ সেট টুইন শক ব্যবহার করা হয়েছে। অন্য দিকে, হিরো মোটোকর্পে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে হাইড্রোলিক টুইন শক অ্যাবসর্বার দেওয়া হয়েছে।

Hero Mavrick 440 বনাম Harley-Davidson X440 – ব্রেক: দুটি বাইকের ব্রেকিং সিস্টেম একরকম। সামনে দেওয়া হয়েছে ৩২০ মিমি ডিস্ক এবং পিছনে ২৪০ মিমি-র ডিস্ক। এর পাশাপাশি থাকছে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

advertisement

Hero Mavrick 440 বনাম Harley-Davidson X440 – দাম এবং বুকিং: Harley-Davidson X440-এর দাম ২.৪০ লাখ থেকে ২.৮০ লাখ টাকার মধ্যে। দুটির দামই এক্স-শোরুম। হার্লে X440 তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে – ডেনিম, ভিভিড এবং এস। তবে Hero MotoCorp Mavrick 440-এর দাম এখনও ঘোষণা করেনি সংস্থা।

আরও পড়ুন- এই স্মার্টফোন ইউজাররা এখন VoWiFi কল রেকর্ড করতে পারবেন! জানুন

advertisement

তবে এর দাম কিছুটা কম হবে বলেই মনে করা হচ্ছে, কারণ হার্লে ডেভিডসনের তুলনায় কম প্রিমিয়াম উপাদান ব্যবহার করা হয়েছে। অনুমান করা হচ্ছে দাম ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে থাকবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চলতি মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই বুকিং শুরু হবে বলে জানা গিয়েছে। সেই সময়েই বাইকের দাম ঘোষণা করবে সংস্থা। ২০২৪-এর এপ্রিল থেকে ডেলিভারি শুরু হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজার কাঁপাবে Hero Mavrick 440! এই বাইকের দাম কত? দেখতে কিন্তু দারুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল