TRENDING:

Hero HF Deluxe: দু'চাকার শখ, পেট্রোলের দাম নিয়ে চিন্তা! সস্তায় এর থেকে ভাল মাইলেজ দেওয়া বাইক আর নেই

Last Updated:

Hero HF Deluxe: এত সস্তায় ভাল মাইলেজ দেওয়া বাইক আর পাবেন না। এক লিটারে ৮০ কিমির উপর মাইলেজ পেতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আপনার বাজেট যদি কম হয় এবং দারুন মাইলেজ দেওয়া বাইক কিনতে চান, তাহলে এই খবর শুধুমাত্র আপনার জন্য। Hero MotoCorp, ভারতের জনপ্রিয় টু-হুইলার নির্মাতা বেশ কয়েকটি কম বাজেটের মোটরসাইকেল বিক্রি করছে। যার মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের Hero HF Deluxe৷ হিরো মোটরসাইকেল বিক্রির দিক থেকে বিশ্বের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক।
advertisement

হিরো-র এই মোটরসাইকেলটি এখন মধ্যবিত্তের দুচাকার স্বপ্নপূরণের জন্য সেরা বিকল্প। পেট্রোলের দাম ১০০ টাকা লিটারে পার করেছে। এমন পরিস্থিতিতে অনেকেই ভাল মাইলেজ দেয়, এমন মোটরসাইকেলের খোঁজ করছেন।

আরও পড়ুন- আইফোন-এর শখ? Flipkart যা ছাড় দিচ্ছে ভাবতেও পারবেন না, দেখুন

এক্স-শোরুম মূল্য ৫২,৭০০ টাকা

Hero HF Deluxe BS6-এ 97.2 cc এয়ার-কুলড 4-স্ট্রোক সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। HF ডিলাক্সের এই ইঞ্জিন 8000 rpm-এ 8.24 bhp পাওয়ার এবং 5000 rpm-এ 8.05 Nm পিক টর্ক জেনারেট করে৷ কোম্পানি বাইকটিতে 4-স্পীড ট্রান্সমিশন গিয়ার বক্স দিয়েছে। এই মোটরসাইকেলটি এক লিটার পেট্রোলে ৮৩ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে বলে দাবি করছে হিরো।

advertisement

আরও পড়ুন- দামি ফোন, বড় ফিচার্স এবার মিলছে জলের দামে, ৩৩৯৯ টাকা কিনুন স্মার্টফোন

দিল্লিতে এই বাইকের এক্স-শোরুম মূল্য হল 52,700 টাকা। Fi-i3S-এর জন্য দাম বেড়ে হতে পারে 63,400 টাকা পর্যন্ত৷ বাইকটির ড্রাম ব্রেক অ্যালয় হুইল মডেলের দাম 53,700 টাকা।

দারুন মাইলেজ দেওয়া বাইক

সেলফ-স্টার্ট মডেলটির দাম 61,900 টাকা। এটির কালো ভেরিয়েন্ট মডেলের জন্য দিতে হবে 62,500 টাকা। হিরো এইচএফ ডিলাক্স সামনের অংশে টেলিস্কোপিক হাইড্রোলিক সাসপেনশন রয়েছে। পিছনের দিকে একটি টু-স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে। বাইকের সামনের চাকায় ১৩০ মিমি ড্রাম ব্রেক দেওয়া হয়েছে এবং পেছনের চাকাতেও ১৩০ মিমি ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ব্রেকিং সিস্টেম CBS অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের প্রযুক্তিতে কাজ করে। সস্তায় ভাল মাইলেজ দেওয়া বাইক কেনার পরিকল্পনা করলে এটাই আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। পেট্রোলের বাড়ন্ত দাম নিয়ে আর চিন্তাও করতে হবে না। ১০৫ টাকা লিটার পেট্রোল ভরে আপনি মাইলেজ পাবেন সর্বাধিক ৮৩ কিমি পর্যন্ত। পকেট বাঁচবে। আবার দুচাকার স্বপ্নও পূরণ হবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Hero HF Deluxe: দু'চাকার শখ, পেট্রোলের দাম নিয়ে চিন্তা! সস্তায় এর থেকে ভাল মাইলেজ দেওয়া বাইক আর নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল