কিন্তু ১৫ এপ্রিলের মধ্যে যদি জিও প্রাইম মেম্বর না হন, তাহলে কী হবে ভেবে দেখেছেন কী ? জিও গ্রাহকদের কাছে দিনে প্রায় পাঁচ থেকে ছ’বার মেসেজ আসে জিও প্রাইম মেম্বর হওয়ার জন্য ৷ ৩১ মার্চের আগে যারা জিও মেম্বর হয়েছেন তারা প্রাইমের সুবিধা পাবেন ৷ কিন্তু ১৫ এপ্রিলের পর যদি প্রাইমে মেম্বর না হয়ে কেবল রিচার্জ করেন তাহলে আখেরে তাকেই বেশ ক্ষতির মুখোমুখি হতে হবে ৷ জিও প্রাইমের মেম্বর হয়ে যদি কেউ ৩০৩ টাকার রিচার্জ করেন তাহলে আগামী তিন মাস বিনামূল্যে ভয়েস কল ডেটা পরিষেবা পেতে পারবেন বিনামূল্যে ৷ তবে প্রাইমে মেম্বর না হলে এই পরিষেবা তারা উপভোগ করতে পারবেন না ৷ এছাড়াও প্রাই মেম্বরদের জন্য বিভিন্ন অফার থাকবে যা থেকে তারা বঞ্চিত থাকবেন ৷
advertisement
অন্যদিকে ১৫ এপ্রিলের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হয়ে যেতে পারে জিও-র পরিষেবা ৷ আপনি যদি কোনও রিচার্জ না করেন তাহলে কেবল ইনকামিং কল ও মেসেজ পাবেন ৷ কিন্তু ৯০ দিন পর তাও বন্ধ হয়ে যাবে ৷
প্রাইম মেম্বর হওয়ার পর যদি রিচার্জ না করেন তাহলেও একটি নির্দিষ্ট সময়ের পর পরিষেবা বন্ধ করে দেওয়া হবে ৷
প্রাইম মেম্বর না হয়েও আপনি জিও পরিষেবা ব্যবহার করতে পারেবন ৷ কিন্তু তার জন্য রিচার্জ করতে হবে ৷ তবে সংস্থার তরফে বলা হয়েছে সেই প্ল্যানগুলির জ্যন আপনাকে অমেক বেশি মূল্য দিতে হবে প্রাইম মেম্বরের তরফে ৷