TRENDING:

৩৫ বছর ধরে কিংবদন্তি, হার্লে ডেভিডসন নিয়ে এল নতুন একটি মডেল

Last Updated:

এক ঝলকে ২০২৫-এর এই হার্লে ডেভিডসন ফ্যাট বয় গ্রে গোস্ট মডেলের স্পেসিফিকেশন এবং দাম দেখে নেওয়া যাক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এক একটা এমন জিনিস বাজারে আসে, যা বছরের পর বছর ধরে ব্যবহার করতে করতে মানুষের আবেগে পরিণত হয়ে যায়। বাইকের দুনিয়ায় হার্লে ডেভিডসনের ফ্যাট বয় সেরকমই এক নাম। ৩৫ বছর ধরে সে তার একচেটিয়া সাম্রাজ্য অক্ষুণ্ণ রেখেছে।
News18
News18
advertisement

এ হেন কিংবদন্তি ফ্যাট বয়ের ৩৫ বছর পূর্তি উদযাপন করতে হার্লে ডেভিডসন তার এক রুপোলি এবং হলুদ রঙের স্পেশাল এডিশন লঞ্চ করেছে, নাম রাখা হয়েছে গ্রে গোস্ট। ১৯৯০ সালে বাজারে আসা ফ্যাট বয়ের অবিস্মরণীয় স্টাইল মাথায় রেখেই গ্রে গোস্ট এক্সক্লুসিভ লাইনআপ যোগ হল হার্লে ডেভিডসনের স্টোরে, যা তার আইকনস কালেকশনের অন্যতম নজরকাড়া এক অংশ!

advertisement

৩৫ বছর পরেও ফ্যাট বয় তার সিগনেচার রোড প্রেজেন্স একই রকম ভাবে ধরে রেখেছে। তাও আবার শুধু এই দেশে নয়, বিশ্বব্যাপী একই ঘটনা, হলিউডের ছবি টার্মিনেটর ২: জাজমেন্ট ডে-তে এর উপস্থিতির কথা এখনও ভক্তরা ভোলেননি।

এই প্রথমবারের মতো হার্লে ডেভিডসন পুরো মোটরসাইকেলেই ফিজিক্যাল ভেপর ডিপোজিশন, সংক্ষেপে PVD দিয়েছে। বাইকটি দেখতেও দারুণ, ফেন্ডার, ট্যাঙ্ক এবং ২-ইন-১ এক্সজস্টের মেটাল ফিনিশ পুরোপুরি নজরকাড়া, যাকে কোম্পানি মিরর ফিনিশ বলে, দেখলেই সঙ্গে সঙ্গে টার্মিনেটর ২-এর মেটাল এন্ডোস্কেলটন T-1000-এর কথা মনে পড়ে যায়।

advertisement

আরও পড়ুন- প্রতারণার নয়া ফাঁদ জালিয়াতদের! হ্যাক হচ্ছে জিমেল! মুহূর্তের মধ্যে ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট

এক ঝলকে ২০২৫-এর এই হার্লে ডেভিডসন ফ্যাট বয় গ্রে গোস্ট মডেলের স্পেসিফিকেশন এবং দাম দেখে নেওয়া যাক!

ফ্যাট বয় গ্রে গোস্টকে অনেকেই এক রেট্রো ক্রুজার বলে দাগিয়ে দিতে চাইবেন! কিন্তু এতে আধুনিক সকল ফিচার রয়েছে, যেমন একাধিক রাইড মোড – রোড, রেইন এবং স্পোর্ট। আছে ক্রুজ কন্ট্রোলের সুবিধা, একটি ক্লাসিক অ্যানালগ স্পিডোমিটার যার একটি মাল্টি-ফাংশনাল ডিজিটাল ডিসপ্লে রয়েছে যা ওডোমিটার এবং জ্বালানি স্তরের মতো গুরুত্বপূর্ণ রাইড ডেটা রিড করতে পারে। ফ্যাট বয় গ্রে গোস্টে আরোহীর সুবিধা এবং নাগালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্রেক লিভারও রয়েছে।

advertisement

হার্লে ডেভিডসন ফ্যাট বয় গ্রে গোস্ট নিয়ে মাতামাতি কতটা যুক্তিসঙ্গত, সেটাও দেখার বিষয় বইকি! এক্ষেত্রে সবার আগে উঠবে নিরাপত্তা বৈশিষ্ট্যর কথা। নিরাপত্তার দিক থেকে এতে অ্যান্টি-লক ব্রেক সিস্টেম (ABS), ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, কর্নারিং এনহ্যান্সড অ্যান্টি-লক ব্রেক সিস্টেম, কর্নারিং এনহ্যান্সড ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং কর্নারিং ড্র্যাগ-টর্ক স্লিপ কন্ট্রোল সিস্টেম রয়েছে।

advertisement

ফ্যাট বয় গ্রে গোস্ট একটি ১৯১৭ সিসি মিলওয়াকি-এইট ১১৭ কাস্টম পাওয়ারট্রেন দ্বারা চালিত যা ৪,৮০০ আরপিএম-এ ১০১ বিএইচপি এবং ৩,০০০ আরপিএম-এ ১৬৫ এনএম দেয়। এটি একটি ৬-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। স্পেশাল এডিশন মোটরসাইকেলটিতে বিয়ার ক্যানের মতো ৪৯ মিমি মনো শকের ফ্রন্ট ফর্ক কভার রয়েছে এবং পিছনে রয়েছে ৪৩ মিমি মনো শকের কভার। হার্লে ডেভিডসন ফ্যাট বয় গ্রে গোস্ট লঞ্চ করেছে $২৫,৩৯৯-এ, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২ লক্ষ টাকার কাছাকাছি, অবশ্যই অতিরিক্ত কর বাদে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৩৫ বছর ধরে কিংবদন্তি, হার্লে ডেভিডসন নিয়ে এল নতুন একটি মডেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল