দ্য কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমের তরফে জারি করা হয়েছে হাই রিস্ক। এই সমস্যা দেখা গিয়েছে ক্রোম অপারেটিং সিস্টেমের ৯৬.০.৪৬৬৪.২০৯ ভার্সনে। এই ধরনের যে সমস্যা দেখা দিয়েছে, তার নাম হল CVE-2021-43527, CVE-2022-1489, CVE-2022-1633, CVE-202-1636, CVE-2022-1859, CVE-2022-1867, CVE-2022-23308। ক্যালিফোর্নিয়া বেসড জায়ান্ট কোম্পানি দ্য মাউন্টেন ভিউ স্বীকার করেছে যে এই ধরনের বাগ দেখা গিয়েছে এই দুটি অপারেটিং সিস্টেমে। এই কারনে গুগলের তরফে ক্রোমবুক ইউজারদের তাদের সিস্টেম আপডেট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। গুগলের তরফে জানানো হয়েছে যে, ক্রোম অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন ইউজারদের এই ধরনের সমস্যা থেকে সুরক্ষা দিতে পারে। এর ফলে ইউজারদের এই গুগল ক্রোম অপারেটিং সিস্টেম আপডেট করার কথা বলা হয়েছে।
advertisement
দ্য কম্পিউটার এমারজেন্সি রেসপন্স জানিয়েছে যে, আইওএসের মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের ক্ষেত্রে দেখা গিয়েছে বড়সড় ঝুঁকির সম্ভাবনা। ক্ষতিকর বাগ দেখা গিয়েছে আইওএস ভার্সনের ফায়ারফক্স অ্যাপে। সেই ক্ষতিকর বাগের নাম হল ফায়ারফক্স ১০১। এই ধরনের বাগ রিমোট অ্যাটাক করতে সাহায্য করে। এর ফলে ইউজারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের ক্ষতিকর বাগ কোডের মাধ্যমে ইউজারদের ডিভাইসের বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে এই ধরনের ক্ষতিকর বাগের থেকে বাঁচার জন্য মোজিলা তাদের বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত প্রোডাক্টের ক্ষেত্রে আপডেট রিলিজ করেছে। ইউজারদের জানানো হয়েছে মোজিলা ফায়ারফক্স আইওএস ভার্সন ১০১ ডাউনলোড করার জন্য। এর মাধ্যমে সুরক্ষা পাওয়া সম্ভব হবে এই জাতীয় ক্ষতিকর বাগের থেকে।
আরও পড়ুন: ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন এক মিনিটে! জেনে নিন ভেষজ টোটকা! অবাক হবেন নিজেই
দ্য কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমের তরফে আরও জানানো হয়েছে যে, এই ধরনের ক্ষতিকর বাগ ইউজারদের ডিভাইসে একসঙ্গে বিভিন্ন ধরনের অ্যাটাক করছে। এর মধ্যে রয়েছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক; যখন ইউজার আর নিজের ডিভাইসের কোনও কিছুই অ্যাকসেস করতে পারে না। ভারত সরকারের এই সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই ধরনের ক্ষতিকর বাগ কোডের মাধ্যমে টার্গেট করে বিভিন্ন ধরনের সিস্টেম।