TRENDING:

Google wallet in India: ভারতে যাত্রা শুরু করল গুগল ওয়ালেট, গুগল পে-র থেকে কতটা আলাদা গুগল ওয়ালেট?

Last Updated:

Google wallet in India: অবশেষে ভারতের বাজারে এল গুগল ওয়ালেট। আমেরিকার বাজারে ২০২২ সালেই এসেছিল গুগল ওয়ালেট। দুই বছর পরে ভারতের বাজারে এল জি ওয়ালেট। প্লে স্টোর থেকে যে কেউ ডাউনলোড করে নিতে পারবেন ওয়ালেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবশেষে ভারতের বাজারে এল গুগল ওয়ালেট। আমেরিকার বাজারে ২০২২ সালেই এসেছিল গুগল ওয়ালেট। দুই বছর পরে ভারতের বাজারে এল জি ওয়ালেট। প্লে স্টোর থেকে যে কেউ ডাউনলোড করে নিতে পারবেন ওয়ালেট।
advertisement

আরও পড়ুন: দিল্লির কাছে হারের পরে শাস্তি হল সঞ্জু স্যামসনের, বিপাকে রাজস্থানের অধিনায়ক

জি ওয়ালেটের থেকে জি পে কতটা আলাদা?

জি ওয়ালেটের থেকে জি পে একদমই আলাদা। গুগল পে পেমেন্ট অ্যাপ, অন্য দিকে গুগল ওয়ালেট এমনি ওয়ালেটের মতো, যেখানে সঞ্চয় করা গুরুত্বপূর্ণ কাগজ। গুগল পে-র মতো গুগল ওয়ালেটে পেমেন্টের অপশন থাকবে না। অর্থাৎ গুগল পে ব্যবহার করে যেমন টাকা পাঠানো যায়, সেটা চলতেই থাকবে। কিন্তু গুগল ওয়ালেট দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন তথ্যগুলি সঞ্চয় করতে ব্যবহার করা যাবে।

advertisement

আরও পড়ুন: গিনেস বুকে নাম তোলার শখ বলে বেছে নিলেন গাছকে, কী করলেন যুবক?

১. ছবি বা ইভেন্টের টিকিট সঞ্চয় গুগল ওয়ালেটে সঞ্চয় করে পরবর্তী কালে ব্যবহার করা যাবে।

২. যারা ভ্রমণ করতে ভালবাসেন তারা সহজেই গুগল ওয়ালেটে বোর্ডিং পাস সেভ করে রাখতে পারবেন।

৩. ওয়ালেট ব্যবহারকারীরা গিফট কার্ডের ডিজিটাল কপি সেভ করে রাখতে পারবেন এবং পরে ব্যবহারও করতে পারবেন। ফ্লিপকার্ট, ডমিনোস এবং শপার্স স্টপের সঙ্গে এই নিয়ে চুক্তিও করেছে গুগল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৪. অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ছবি এবং ট্রেনের টিকিট এখানে সেভ করে রাখতে পারবেন। কোনও টিকিট গুগলে সেভ করলে গুগল একটা কনফার্মেশন মেল দেবে। যার ফলে জিমেইল থেকেই গুরুত্বপূর্ণ টিকিটগুলি দেখে নিতে পারবেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google wallet in India: ভারতে যাত্রা শুরু করল গুগল ওয়ালেট, গুগল পে-র থেকে কতটা আলাদা গুগল ওয়ালেট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল