বৃহস্পতিবার গুগল জানিয়েছে যে জুন মাসে ভারতে সব থেকে বেশি লোকে সার্চ করেছে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে। এরপরে, ৪৫৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সূর্যগ্রহণ। ১,০৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে তিন নম্বরে রয়েছে ফাদার্স ডে। সেখানে করোনা ভাইরাস সার্চ হয়েছে মে মাসের থেকে ৬৬% কম।
advertisement
সার্চের নম্বর থেকে জানা গিয়েছে যে ভারতীয় নেটিজেনদের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের আপডেট রেখেছে, কিন্তু করোনার ভ্যাকসিন সম্পর্কে সবার মনে অনেক প্রশ্ন রয়েছে। জুনে করোনা নিয়ে সব থেকে বেশি সার্চ হয়েছে 'করোনা ভাইরাস নিউজ' ৩,৪৫০ শতাংশ আর করোনাভাইরাস ভ্যাকসিন ১,৩৫০ শতাংশ।
করোনা সংক্রমণ সেরে যাবে দাবি করে পতঞ্জলি Coronil ওষুধটি বাজারে এনেছিল। তারপরেই পতঞ্জলি করোনা ওষুধ, গ্লোবাল ভ্যাকসিন সামিট আর Dexamethasone নিয়ে সার্চ করতে শুরু করে অনেকেই। দেশের মধ্যে করোনা ভাইরাস নিয়ে সব থেকে বেশি করেছে গোয়া রাজ্যের বাসিন্দারা, তারপর দিল্লি আর চন্ডিগড়।
