TRENDING:

Play Store-এর ১০ বছর! Google তৈরি করল সেরা ১০টি ভারতীয় অ্যাপের তালিকা

Last Updated:

দশম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আপ্লুত Google তৈরি করল ভারতের ১০টি সবচেয়ে সৃজনশীল অ্যাপের তালিকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Google Play Store 10 years: দেখতে দেখতে ভারতে ১০ বছর কাটিয়ে ফেলল Google Play Store। দশম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আপ্লুত Google তৈরি করল ভারতের ১০টি সবচেয়ে সৃজনশীল অ্যাপের (App) তালিকা। এক নজরে দেখে নেওয়া যাক Google-এর বিচারে সেরা কারা।
advertisement

AyuRythm: এটি একটি ওয়েলনেস অ্যাপ। এটি ব্যক্তিগত জীবনযাত্রার উপর ভিত্তি করে যোগ ব্যায়াম, খাদ্যাভাস, মেডিটেশন-সহ নানা ধরনের ‘লাইফ-স্টাইল’ পরামর্শ দিয়ে থাকে।

Evolve: ইভলভ হল একটি হেলথ-টেক স্টার্টআপ অ্যাপ যা LGBTQ+কমিউনিটির জন্য কাজ করে। এটি মূলত মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কিত নানা সমস্যা ও সমাধানের পথ বাতলে দেয়।

advertisement

Explurger: ভ্রমণ সংক্রান্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ এক্সপ্লার্গার সারা বিশ্বের মানুষের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত একটি অ্যাপ। অ্যাপটি ব্যবহারকারীদের ছবি এবং ভিডিও ব্যবহার করে তাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দেয়।

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

advertisement

Gratitude: এটি একটি সেলফ-কেয়ার জার্নাল। এটি বিশ্ব জুড়ে মানুষের বিভিন্ন সেলফ-হেলপ টুল অফার করে। জীবনের ভাল দিকগুলি লিখে রাখার মাধ্যমে মানুষের মনে ইতিবাচক প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করে।

iMumz: যাঁরা জীবনে প্রথম বাবা-মা হওয়ার স্বাদ নিতে যাচ্ছেন তাঁদের জন্য এই অ্যাপটি প্রাথমিক পর্যায়ে শিশুর যাবতীয় প্রয়োজন, যত্ন এবং নানান অনুষঙ্গ বিষয়ে তথ্য প্রদান করে। শিশুদের যত্ন থেকে শুরু করে শিশুপালন ও শারীরিক যত্ন নেওয়া ইত্যাদি বিষয়ে বাবা-মায়েদের পথ প্রদর্শন করতে পারে এই অ্যাপটি।

advertisement

KidEx: এক কথায় খুদেদের প্ল্যাটফর্ম এটি। তথ্য সমৃদ্ধ পদ্ধতিতে শিশুদের সামগ্রিক বিকাশকে ত্বরান্বিত করার জন্য এখানে বিভিন্ন লার্নিং প্রোগ্রাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কো-কারিকুলার অ্যাক্টিভিটি এবং লাইফ-স্কিল অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে।

Krishify: নাম থেকেই যেমনটা বোঝা যায় এটি কৃষকদের জন্য একটি সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম। এটি ভারতীয় কৃষকদের জন্য একটি বাণিজ্য প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। এর মূল লক্ষ্য কৃষকদের জন্য অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি করা। এতে দেশের বিভিন্ন স্থানের কৃষকরা তাদের সমগোত্রীয় সমস্যা সম্পর্কে প্রশ্ন করেন, পরামর্শ দান করেন, কৃষি পণ্য কেনার জন্য ডিজিটাল মার্কেটপ্লেসের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারেন।

advertisement

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

Kuku FM: কুকু এফএম হল একটি অনলাইন রেডিও যা ভারতের বিভিন্ন ধারা এবং স্থানীয় ভাষায় হাই-কোয়ালিটির অডিও সামগ্রী সরবরাহ করে।

Sploot: এর অন্যতম লক্ষ্য হল বিভিন্ন পোষ্য। পোষ্যদের অভিভাবকরা এই অ্যাপটির মাধ্যমে বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ রক্ষা করেন। এ ছাড়াও এই অ্যাপটি চাহিদা অনুযায়ী অভিভাবকদের কাস্টমাইজড সামগ্রীও প্রদান করে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Stamurai: এই অ্যাপটি বিশ্বব্যাপী ১৫৫ টিরও বেশি দেশের মানুষের জন্য ব্যবহারযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের স্পিচ থেরাপি অফার করে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Play Store-এর ১০ বছর! Google তৈরি করল সেরা ১০টি ভারতীয় অ্যাপের তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল