মঙ্গলবার গোটা দেশে লঞ্চ করা হয়েছে গুগল প্লে পয়েন্টস। ফলে বর্তমানে ভারতকে নিয়ে মোট ২৮টি দেশে চালু হয়েছে Google-এর এই নতুন প্রোগ্রাম। গুগলের তরফে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। আর এঁরা সকলেই গুগল প্লে পয়েন্টের প্রোগ্রামের মাধ্যমে উপকৃতও হয়েছে। অর্থাৎ ভারতীয় ব্যবহারকারীরাও গুগল প্লে পয়েন্টের প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হতে পারবেন।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
গুগলের তরফেই জানানো হয়েছে যে, এর মাধ্যমে Google Play Store থেকে ব্যবহারকারীরা কোনও কিছু কিনলে তাঁরা পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। কী রকম? বিষয়টা আরও সহজ করে বলা যাক। গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ আইটেম, অ্যাপ, গেম এবং অন্যান্য সাবস্ক্রিপশন ক্রয় করলে ব্যবহারকারীরা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পয়েন্ট। গুগলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, গুগল প্লে পয়েন্টের প্রোগ্রামের মোট চারটি লেভেল রয়েছে। সেই চারটি লেভেল হল ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং প্ল্যাটিনাম। এই চারটি লেভেলের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের পুরস্কার জিতে নিতে পারবেন। আসলে যিনি যত বেশি পয়েন্ট সংগ্রহ করবেন, তিনি তত বেশি আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন এই গুগল প্লে পয়েন্ট প্রোগ্রামের মাধ্যমে।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
গুগলের তরফে জানানো হয়েছে যে, ব্যবহারকারীরা গুগল প্লে পয়েন্টের এই প্রোগ্রামে ফ্রি অফ কস্ট বা বিনামূল্যেই যোগ দিতে পারবেন। প্রথম সপ্তাহে ৫ বার প্লে পয়েন্ট জিতে নিতে পারবেন ব্যবহারকারীরা। তবে এই সুযোগ পাওয়া যাবে কেবল সীমিত সময়ের জন্যই। এক নজরে দেখে নেওয়া যাক, নিজেদের ফোন থেকে এই প্লে পয়েন্ট ব্যবহার করার উপায়।
ফোনে প্লে পয়েন্ট চালু করার উপায়:
ধাপ ১ - এর জন্য সবার প্রথমেই নিজেদের ফোনে গুগলের প্লে স্টোর অ্যাপ ওপেন করতে হবে।
ধাপ ২ - এর পর ফোনের উপরের ডান দিকে থাকা প্রোফাইলে ক্লিক করতে হবে।
ধাপ ৩ - এর পর সেখানে থাকা প্লে পয়েন্ট অপশনে ক্লিক করে শুরু করে নিতে হবে এই প্রোগ্রাম।
ভারতে গুগল তাদের এই প্রোগ্রামের জন্য ইতিমধ্যেই ৩০টি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গেম এবং গ্লোবাল স্টুডিও। সেগুলি হল - Miniclip (8 Ball Pool), TG INC (Evony: The King’s return), লোকাল স্টুডিওর মতো কয়েকটি গেম যেমন - Gametion (Ludo King), Playsimple Games (Word Trip), Gameberry Labs (Ludo Star)। এ-ছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ যেমন -Truecaller এবং Wysa রয়েছে এই তালিকায়।