TRENDING:

Google Meet-এ রেকর্ডিং করলে এবার যোগ করা যাবে ক্যাপশনও: দেখে নিন কী ভাবে কাজ করবে

Last Updated:

Google তার ভিডিও-কমিউনিকেশন পরিষেবা 'Google Meet'-এ একটি নতুন ফিচার চালু করতে চলেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টেক জায়ান্ট Google তার ভিডিও-কমিউনিকেশন পরিষেবা 'Google Meet'-এ একটি নতুন ফিচার চালু করতে চলেছে। এই ফিচার চালু হয়ে গেলে, যা ব্যবহারকারীরা একটি মিটিং রেকর্ডিংয়ের সময় ক্যাপশন অন্তর্ভুক্ত করতে পারবেন।
advertisement

টেক জায়ান্টটি তার ওয়ার্কস্পেস আপডেট ব্লগপোস্টে বলেছে যে নতুন ফিচারটি মিটিং রেকর্ডিংগুলিকে মিটিং অংশগ্রহণকারীদের জন্য আরও দরকারি এবং অ্যাক্সেসযোগ্য করে তুলতে সহায়তা করবে।

কিন্তু কী ভাবে পাওয়া যাবে এই সুবিধা!

জানা গিয়েছে, যে কোনও মিটিং রেকর্ড করতে হলে অ্যাডমিনকে ফিচারটি সক্রিয় করে নিতে হবে এবং ব্যবহারকারীকে একটি মিটিং হোস্ট করতে হবে অথবা, হোস্ট সংস্থার একটি অংশ হতে হবে৷

advertisement

আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?

যাইহোক, হোস্ট ম্যানেজমেন্ট চালু থাকলে, ব্যবহারকারীদের নতুন ফিচার অ্যাক্সেস করার জন্য মিটিং কো-হোস্ট হতে হবে। শুধু তাই নয়, ব্যবহারকারীরা যদি মিটিং হোস্টের সংস্থার বাইরে থাকেন তবে ফিচারটি ব্যবহার করার জন্য তাঁদের অবশ্যই ‘কো-হোস্ট’ হয়ে উঠতে হবে, এমনই জানান হয়েছে সংস্থার তরফে।

advertisement

এদিকে, গত মাসে, টেক জায়ান্ট Google ঘোষণা করেছিল যে তারা 'Google Meet'-এ একটি নতুন ফিচার চালু করতে চলেছে। এই নতুন ফিচার ব্যবহারকারীদের অনুমতি দেবে যাতে তাঁরা তাঁদের উপস্থাপিত বিষবস্তুকে ক্যালেন্ডার গেস্ট লিস্ট-এর প্রতি সদস্য-সহ উপস্থিতদের সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেন।

এই ফিচারটি চালু হলে অনেকেরই বেশ উপকার হবে বলে মনে করা হচ্ছে। কারণ সরাসরি Meet থেকে শেয়ার করার অনুমতি দেওয়ার ফলে ব্যবহারকারীরা সহজেই উপস্থাপিত বিষয়বস্তু শেয়ার করতে পারবেন। এজন্য অন্য উইন্ডোতে যাওয়ার প্রয়োজন পড়বে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

করোনা অতিমারীর সময় এধরনের মিটিং অ্যাপ অসম্ভব জনপ্রিয় হয়েছিল। সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য কাজ চালিয়ে যাওয়ার জন্য Google Meet-এর মতো মিটিং অ্যাপ খুব উপকার করেছিল। দূরত্ব বিধি উঠে যাওয়ার পরও সেই সব অনলাইন মিটিং প্রক্রিয়া জারি রয়েছে অনেক জায়গাতেই। সেই ব্যবস্থায় নিরন্ত উন্নতির চেষ্টা করে চলেছে প্রযুক্তি সংস্থাগুলিও।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Meet-এ রেকর্ডিং করলে এবার যোগ করা যাবে ক্যাপশনও: দেখে নিন কী ভাবে কাজ করবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল