TRENDING:

Google-এ আসছে বড় পরিবর্তন! সাইন ইন পেজে আসছে নতুন ডিজাইন

Last Updated:

সাম্প্রতিক কালে নিজেদের সাইন-ইন পেজে নতুন লুক আনার বিজ্ঞাপন দিয়েছে Google। যাতে সব কিছুতে নতুনত্ব আসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এই সময় রোজকার ভিত্তিতে Google-এর সাইন ইন ফর্মের সম্মুখীন হতে হয় ব্যবহারকারীদের। এর কোনও নতুনত্ব বা অভিনবত্ব নেই।
Google-এ আসছে বড় পরিবর্তন! সাইন ইন পেজে আসছে নতুন ডিজাইন
Google-এ আসছে বড় পরিবর্তন! সাইন ইন পেজে আসছে নতুন ডিজাইন
advertisement

তবে, রোজ যাঁদের অফিসের বা অন্য প্রয়োজনে ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে জি-মেলে সাইন ইন করতে হয়, তাঁদের চোখে ধরা পড়ছে এক পরিবর্তন। পেজের উপরে একটা লম্বা স্ট্র্যাপ দেখা যাচ্ছে। তাতে জানানো হচ্ছে যে নতুন এক ডিজাইন আনা হতে চলেছে। ডান হাতের এক কোণে লেখা রয়েছে- ডিসমিস। এ ভাবেই সাম্প্রতিক কালে নিজেদের সাইন-ইন পেজে নতুন লুক আনার বিজ্ঞাপন দিয়েছে Google। যাতে সব কিছুতে নতুনত্ব আসে।

advertisement

আরও পড়ুন: মানুষের ছবি আর তৈরি করছে না গুগল জেমিনি! ফিচার কী তাহলে উঠেই গেল?

তবে নতুন সেই ডিজাইন ঠিক কীরকম হতে পারে, সেই নিয়ে ন্যূনতম আভাসটুকুও এত দিন পর্যন্ত দেওয়া হয়নি। অবশেষে যদিও প্রতীক্ষার দিন শেষ, সেই রিডিজাইন কেমন হবে, অবশেষে তা প্রকাশ্যে আনল Google।

advertisement

Google-এর তরফে জানানো হয়েছে যে, এই আধুনিক রিডিজাইন মেটেরিয়াল ডিজাইন ল্যাঙ্গুয়েজের সঙ্গে শ্রেণিবদ্ধ অবস্থায় থাকছে। এই আপডেটেড ইন্টারফেস ওয়েব এবং মোবাইল ডিভাইস সমস্ত জায়গায় প্রতিফলিত হবে। Google-এর তরফে আরও জানানো হয়েছে যে, ভিজ্যুয়াল অ্যাপিয়ারেন্সে এটা ‘কঠোর’ পরিবর্তন আনবে। তবে কার্যকারিতার ক্ষেত্রে কোনও প্রভাব অথবা পরিবর্তন আসবে না।

এই পরিবর্তনের ক্ষেত্রে প্রথমে মেটেরিয়াল ডিজাইনের সঙ্গে সামগ্রিক ডিজাইন হালকা হবে বলেই জানা গিয়েছে। ফোল্ডেবল-সহ বিভিন্ন ধরনের স্ক্রিন সেটকে আরও ভাল ভাবে ফিট করার ডিজাইন করা হয়েছে। সর্বোপরি সামগ্রিক ইউআই-কে আরও সহজ করে তুলেছে Google।

advertisement

কখন তা রোলআউট করা শুরু হবে? Google-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই রোলআউটের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর তা আগামী ৪ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে সকলের কাছে পৌঁছে যাবে বলে আশা। সমস্ত Google Workspace ব্যবহারকারীই এই সুবিধাটা পাবেন। সেই সঙ্গে পার্সোনাল Google অ্যাকাউন্টধারীরাও এই নয়া সুবিধাটা পাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ধীরে ধীরে রোলআউটের কাজ শুরু হলেও অবিলম্বে এই আপডেট প্রথমেই দেখতে না-ও পেতে পারেন ব্যবহারকারীরা। যদিও আগামী ৪ মার্চের মধ্যে এই রোলআউটের কাজ শেষ করবে Google। ফলে ওই সময়ের মধ্যেই আগে কিংবা পরে হলেও সেই সুবিধাটা পেয়ে যেতে চলেছেন সমস্ত ব্যবহারকারীই।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google-এ আসছে বড় পরিবর্তন! সাইন ইন পেজে আসছে নতুন ডিজাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল