TRENDING:

Google Darker Mode: এ বার গুগল হবে আরও কালো, ডার্ক মোড নিয়ে আসছে নতুন আপডেট!

Last Updated:

Google Darker Mode: আপাতত পরীক্ষা-নিরীক্ষার স্তরেই রয়েছে এই নতুন ফর্ম্য়াটের কাজ। কাজ চলছে ডেস্কটপ ভার্সনে গুগল সার্চ ইঞ্জিনের প্রেক্ষাপট কালো করে তোলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এ বার থেকে গুগলের (Google) প্রেক্ষাপট হয়ে যাবে আরও কালো। এবার ডার্ক মোডের (Dark Mode) ‘ডার্কার’ (Darker) ভার্সন আনতে চলেছে সংস্থা। জানা গিয়েছে, আপাতত পরীক্ষা-নিরীক্ষার স্তরেই রয়েছে এই নতুন ফর্ম্য়াটের কাজ। কাজ চলছে ডেস্কটপ ভার্সনে গুগল সার্চ ইঞ্জিনের প্রেক্ষাপট কালো করে তোলার। তবে খুব শীঘ্রই যে তা সকলের জন্য বাজারে আসবে, তা বলাই বাহুল্য।
advertisement

যাঁরা অন্য ওয়েব ব্রাউসারে (যেমন, ক্রোম, ওয়েব, অপেরা এমনকী সাফারিও) ‘ডার্ক মোড’ ব্যবহার করেছেন তাঁরা জানেন, ডার্ক মোড মানে একেবারে নিকষ কালো নয়। বরং তা অনেকাংশের গাঢ় ধূসর রঙের হয়। উপভোক্তারা না কি একেবারে নিকষ কালোর পক্ষেই সওয়াল করে থাকেন। কারণ, তাঁদের মনে হয় OLED স্ক্রিনের মতো হাই-এন্ড হার্ডওয়্যারে কালো রঙটি বেশি উজ্জ্বল এবং আকর্ষণীয় লাগে। যদিও গাঢ় ধূসর রঙের প্রেক্ষাপটে সার্চ রেজাল্টের ফন্টের রঙের কন্ট্রাস্ট রেশিও বজায় রাখা সম্ভব হয়।

advertisement

আরও পড়ুন : ট্যুইটার নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফিচার ডিরেক্ট মেসেজ, জেনে নিন এক ঝলকে!

সূত্রের খবর, গুগল তার নতুন ডার্কার মোডের ক্ষেত্রে ফন্ট কালার হিসাবে বেশ উজ্জ্বল রঙ ব্যবহার করতে চলেছে। কিন্তু সেটা চোখের পক্ষে কতটা সুখকর হবে, তা বলা সম্ভব হবে না। অনেকেই এই মোডে কাজ করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। তবে আশা করা যায় গুগল-এর তরফ থেকে অপশন বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। যেখানে প্রয়োজন মতো ব্রাইট মোড, স্ট্যান্ডার্ড ডার্ক মোড এবং এনহ্যান্সড ডার্ক মোড বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা।

advertisement

আরও পড়ুন : ব্যবহার হতে চলেছে গুগলের স্মার্টওয়াচে; এক নজরে দেখে নিন গুগলের নতুন ওএস ৩!

২০২১ সালের সেপ্টেম্বর থেকেই গুগল সার্চ ডার্ক মোড সাপোর্টের কাজ শুরু করে দিয়েছে। ব্রেভ, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, অপেরা, মোজিলা ফায়ারফক্সের মতো ওয়েব ব্রাউসারে এই অপশন রয়েছে। ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছে মতো ডার্ক মোড বেছে নিতে পারেন। তবে হ্যাঁ, সে ক্ষেত্রে নির্দিষ্ট ওয়েব সাইটটি ডার্ক মোড সাপোর্ট করে কি না তা দেখে নিতে হবে।

advertisement

আরও পড়ুন : তথ্য থাক ব্যক্তিগত, এক নজরে দেখে নিন আইফোনে মেসেজ লুকিয়ে রাখার উপায়

কী ভাবে পাওয়া যাবে ডার্ক মোড?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ব্যবহারকারীকে প্রথমে সেটিংসে যেতে হবে। সেখান থেকে সার্চ সেটিংস> অ্যাপিয়ারেন্স> সিলেক্ট ‘ডার্ক’ বেছে নিতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Darker Mode: এ বার গুগল হবে আরও কালো, ডার্ক মোড নিয়ে আসছে নতুন আপডেট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল