এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে আগের ভার্সনে কেবল ইউজারের মুখটাই কোনও ছবিতে বসানো যেত, বাকিটুকু থাকত এক। তবে, এবার প্রযুক্তির কল্যাণে বদল ঘটেছে আমূল। জানানো হয়েছে যে নিজেদের সেলফি দিয়ে সম্পূর্ণ নতুন এক ছবি তৈরির মজা উপভোগ করতে পারবেন ইউজাররা। এর জন্য শুধু নিজের সেলফি বা গ্রুপের সেলফি আপলোড করতে হবে। তার পর পছন্দমতো একটা স্টাইল বেছে নিলেই হল।
advertisement
আরও পড়ুন: Instagram-এও করা যায় ভিডিও কল! কীভাবে করবেন দেখে নিন
এই স্টাইল বেছে নেওয়ার ক্ষেত্রে অপশনও রয়েছে বিস্তর, সঠিক ভাবে বললে ২৫টা স্টাইল পাওয়া যাবে। এই স্টাইল ক্যাটাগরির মধ্যে রয়েছে জর্জিয়ান এরা, মধ্যযুগের নাইট, মনেটস গার্ডেন, হোলি সেলেব্রেশন, এভিয়েশন পায়োনিয়ার, গাউচো, ফ্রিডা কাহলো পোর্ট্রেট, রোমান গ্ল্যাডিয়েটর, পারফর্মিং শেক্সপিয়র, প্রাচীন মিশরের ফারাও, সেরেঙ্গেটি সাফারি এবং আরও অনেক কিছু।
এখানেই শেষ নয়। সংস্থার তরফে জানানো হয়েছে যে ইউজারদের মনোরঞ্জনের জন্য ভবিষ্যতে আরও স্টাইল নিয়ে আসা হবে। দাবি করা হয়েছে যে সেলফি এখানে ছবির বেছে নেওয়া স্টাইলের সঙ্গে এমন ভাবে মিশে যাবে, যাতে তা আসল বলেই মনেই হয়। তবে, চুল, মাথায় থাকা কোনও আচ্ছাদন, গয়না এবং জামাকাপড় বেছে নেওয়া ছবির স্টাইল বদলে দিতে পারে স্বয়ংক্রিয়ভাবে।
একই সঙ্গে ছবির এই ক্যাটাগরিগুলোতে থাকবে কিছু টপিক্যাল ফ্যাক্টও যাতে সেলফি ছবির সঙ্গে সম্পূর্ণ রূপে খাপ খায়। ইমেজ জেনারেট করার সময়ে এই ফ্যাক্টগুলো দেখা যাবে। নিরাপত্তার দিকটি খেয়াল রেখে সংস্থা জানিয়েছে যে ইউজার কেবল নিজের ছবি দিয়েই এই কাজ করতে পারবেন, অন্যের ছবি দিয়ে নয়।