Gmail-এর নতুন এই ফিচার ডেক্সটপ এবং মোবাইলে ব্যবহার করা যাবে। Gmail-এর ইউজারদের আরও বেশি সুরক্ষা এবং কন্ট্রোল দেওয়ার জন্য Google নিয়ে এসেছে নতুন এই ফিচার। এক নজরে দেখে নিন Gmail-এর কনফিডেনশিয়াল মোড ফিচারের সমস্ত খুঁটিনাটি।
Gmail-এর কনফিডেনশিয়াল মোড -
বর্তমানে Gmail-এ বিভিন্ন ধরনের মেল পাঠিয়ে দুর্নীতি করা হচ্ছে। এর ফলে অনেক ইউজারই এই ধরনের মেল থেকে নিজেদের সুরক্ষিত রাখতে চান। ইউজারদের সুরক্ষার জন্য Gmail-এ এসেছে নতুন এই ফিচার। এই কনফিডেনশিয়াল মোডে চালু থাকলে ইউজাররা যদি কোনও মেল ফরোয়ার্ড করেন, তা হলে যাকে সেই মেল ফরোয়ার্ড করা হবে তিনি মেলের কপি প্রিন্ট এবং ডাউনলোড করতে পারবেন না।
advertisement
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
অর্থাৎ ইউজাররা চাইলে নিজেদের ডকুমেন্ট অন্যের কাছ থেকে কনফিডেনশিয়াল করে রাখতে পারেন। এ ছাড়াও ইউজাররা নিজেদের মেল OTP অথেন্টিকেশনের মাধ্যমে আরও বেশি সুরক্ষিত রাখতে পারেন। এর মাধ্যমে ইউজারদের পাঠানো মেল অ্যাক্সেস করতে গেলে যাকে সেই মেল পাঠানো হবে, তার ফোন নম্বরে OTP যাবে। সেই OTP দিলে তবেই খুলবে সেই মেল।
এক নজরে দেখে নিন কনফিডেনশিয়াল মোডের মাধ্যমে মেল পাঠানোর উপায় -
-প্রথমে নিজেদের মেল লিখতে হবে।
- এরপর Confidencial Mode Toggle –এ ক্লিক করতে হবে।
- এরপর নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনও পদ্ধতি বেছে নিতে হবে। এ ক্ষেত্রে ইউজাররা যদি OTP অপশন ব্যবহার করতে চান তা হলে OTP ভেরিফিকেশন বেছে নিতে হবে।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
- OTP ভেরিফিকেশন বেছে নিলে যাকে সেই মেল পাঠানো হবে, তাঁর ফোন নম্বর দিতে হবে ওটিপি ভেরিফিকেশনের জন্য।
- এরপর নিজের লেখা মেল সেন্ড করতে হবে।
ডেক্সটপ এবং মোবাইলের ক্ষেত্রে মেল পাঠানোর সময় কনফিডেনশিয়াল মোড ব্যবহার করা যাবে। এই মোড ব্যবহার করার জন্য জিমেল অ্যাপে থাকা ওপরের দিকের ডান দিকের তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে।