TRENDING:

Free Netflix: Jio ছাড়া আর কেই বা দিতে পারে এই অফার, নেটফ্লিক্স তাও আবার ফ্রি, ধাঁসু প্ল্যানে কী কী থাকছে

Last Updated:

Free Netflix খরচের দিকটা হালকা করে দিতে পারে Jio-র তিন প্ল্যান। এক ঢিলে দুই নয়, একেবারে তিন পাখি- ডেটা, কলিং আর সঙ্গে বিনামূল্যে Netflix!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: Amazon Prime Video-র সবচেয়ে বড় সুবিধে এই যে ওটিটি দেখার পয়সা দিলে সঙ্গে প্রাইম মেম্বারশিপটাও আপসে চলে আসে। তবে, যাঁরা মোবাইল ফোনের প্ল্যান থেকে দেখেন, তাঁদের Amazon-এর প্রাইম মেম্বারশিপ থেকে বঞ্চিতই থাকতে হয়। আরও একটা ব্যাপার আছে। এখন Amazon Prime Video তার বেশিরভাগ কনটেন্টই রেন্ট-এ দিয়ে রেখেছে। ফলে, কনটেন্টের দিক দিয়ে বিচার করলে Netflix রয়েছে এগিয়ে। যত দিন যাচ্ছে, এই দেশে তার জনপ্রিয়তা বাড়ছে বই কমছে না। তবে, সেটা দেখতে হলেও তো পয়সা ফেলতে হয় মাথা পিছু- এখন আর অ্যাকাউন্ট শেয়ার করার সুবিধা এই ওটিটি প্ল্যাটফর্ম দেয় না। তবে, এই খরচের দিকটা হালকা করে দিতে পারে Jio-র তিন প্ল্যান। এক ঢিলে দুই নয়, একেবারে তিন পাখি- ডেটা, কলিং আর সঙ্গে বিনামূল্যে Netflix!
Jio-র সাবস্ক্রিপশনে নেটফ্লিক্স ফ্রি
Jio-র সাবস্ক্রিপশনে নেটফ্লিক্স ফ্রি
advertisement

১৭৯৯ টাকার প্রিপেড প্ল্যান

– ৮৪ দিন ভ্যালিডিটি

– প্রতিদিন 3GB ডেটা

– সীমাহীন 5G অ্যাক্সেস

– আনলিমিটেড ভয়েস কলিং

– প্রতিদিন ১০০টি SMS

– Jio Cinema, Jio TV, এবং Jio ক্লাউড অ্যাক্সেস

– সঙ্গে ৮৪ দিনের জন্য Netflix-এর বেসিক সাবস্ক্রিপশন

আরও পড়ুন – Healthy Living: আপনি কি মা হতে চলেছেন! প্রেগন্যান্সিতে ছোট্ট ভুল হয়ে যেতে পারে বড় ক্ষত, রইল ভাবী সন্তানকে সুস্থ রাখার মোক্ষম টিপস

advertisement

১২৯৯ টাকার প্রিপেড প্ল্যান

– ৮৪ দিন ভ্যালিডিটি

– প্রতিদিন 2GB ডেটা

– আনলিমিটেড ভয়েস কলিং

– প্রতিদিন ১০০টি SMS

– সঙ্গে ৮৪ দিনের জন্য Netflix-এর মোবাইল সাবস্ক্রিপশন

৭৪৯ টাকার পোস্টপেড প্ল্যান

– প্রতি মাসে 100GB ডেটা

– পরিবারের ৩ সদস্যের জন্য অতিরিক্ত সিম

– আনলিমিটেড ভয়েস কলিং

– Amazon Prime এবং Netflix Basic-এ বিনামূল্যে অ্যাক্সেস

advertisement

এই প্রসঙ্গে Jio-র ডেটা প্ল্যানের কথাও না বললেই নয়। কিছুটা হলেও একে এই বিনামূল্যে Netflix দেখার প্ল্যানগুলোর পরিপূরক বলা যেতে পারে। সেটা কীরকম?

Jio-র এই ডেটা প্ল্যানে মাত্র ১১ টাকায় মিলছে ১০ জিবি ডেটা। এখনও পর্যন্ত ডেটার দিক থেকে জিও-এর এই প্ল্যানই সবচেয়ে সস্তা। কোম্পানি ৪জি ডেটা দিচ্ছে। ইউজার ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন, সিনেমা দেখতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং। যেটা খুশি। আমাদের কাজে আসবে এই সিনেমা দেখার ব্যাপারটা, কথা যখন হচ্ছে Netflix নিয়ে।

advertisement

Jio-র ১১ টাকায় ১০ জিবি-এর ৪জি ডেটা প্ল্যান ইউজাররা নিয়মিত প্ল্যানের সঙ্গেই ব্যবহার করতে পারবেন। যাঁদের প্রায়ই ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে যায়, তাঁদের জন্য এটা আদর্শ। ডেটা ইন্টারনেট কলিং বা ব্রাউজিংয়ের জন্য তো বটেই, সিনেমা দেখা বা ডাউনলোড করার জন্যও এই প্যাক লাভজনক। ফলে, Netflix থেকে পছন্দের কনটেন্ট ডাউনলোড করা নিয়ে আর উদ্বেগ থাকবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তবে হ্যাঁ, Jio-র এই প্ল্যানের মেয়াদ ১ ঘণ্টা। ইউজারকে এক ঘণ্টার মধ্যেই ১০ জিবি ডেটা ব্যবহার করতে হবে। এই দিক থেকে দেখলে, যাঁরা বড় ফাইল বা সিনেমা ডাউনলোডের জন্য নেট রিচার্জ করতে চান, তাঁদের সুবিধা হবে। সাধারণত ১ জিবি ডেটার জন্য ১২ থেকে ১৫ টাকা খরচ করতে হয়। সেখানে ১১ টাকায় ১০ জিবি ডেটা পাওয়া লাভ বইকি!

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Free Netflix: Jio ছাড়া আর কেই বা দিতে পারে এই অফার, নেটফ্লিক্স তাও আবার ফ্রি, ধাঁসু প্ল্যানে কী কী থাকছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল